Latest News

ঝুলনের প্রত্যাবর্তন! অবসরের জল্পনা উড়িয়ে ৬ মাস পর ভারতীয় দলে ফিরছেন তিনি

দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ডে ভারতীয় দলের হয়ে একদিনের ম্যাচ খেলবেন ঝুলন গোস্বামী (Jhulan Goswami)। সীমিত ওভারের ক্রিকেট দলে নাম রয়েছে তাঁর। অনেক দিন পর জাতীয় দলে ফিরছেন ঝুলন।

মার্চ মাসে ভারতের জার্সিতে শেষবার খেলেছিলেন ঝুলন গোস্বামী। তখন মেয়েদের ক্রিকেটের বিশ্বকাপ চলছিল। সেখান থেকেই চোটের কারণে ছিটকে যান ঝুলন। প্রায় মাস ছয়েক পর দলে ফিরছেন এই ফাস্ট বোলার।

বিশ্বকাপের পর জুন মাসে ভারতের মেয়েরা শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ খেলেন, সেই সিরিজেও ঝুলন ছিলেন না। অনেকেই তখন মনে করেছিলেন, ৩৯ বছর বয়সি এই খেলোয়াড় এবার হয়তো অবসর নেবেন। কিন্তু দেখা গেল সেসব জল্পনা মাত্র। বাস্তবে ফের বাইশ গজ কাঁপাতে তৈরি বাংলার ঝুলন। ইংল্যান্ডে ওয়ান ডে সিরিজে সব চোখ থাকবে তাঁর খেলার দিকে।

আরও পড়ুন: এটিকে মোহনবাগানকে এএফসি লিগে খেলতে দেওয়া হোক, ফিফাকে চিঠি ক্রীড়ামন্ত্রকের

You might also like