শেষ আপডেট: 8th July 2024 20:52
দ্য ওয়াল ব্যুরো: বোর্ড সচিবের পদ ছেড়ে দিতে পারেন জয় শাহ। তাঁর লক্ষ্য আইসিসি চেয়ারম্যান পদে বসা। এই মুহূর্তে আইসিসি চেয়ারম্যান পদে রয়েছেন নিউজিল্যান্ডের বার্কলে। তিনি বিশ্ব নিয়ামক সংস্থার চেয়ারম্যান পদে এসেছিলেন জয় শাহের সমর্থনের জোরেই। সেই কারণেই জয় শাহ আইসিসি-র চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করলে বার্কলে লড়াই থেকে সরে আসবেন।
আদৌ কি জয় বোর্ডের গুরুত্বপূর্ণ পদ ছেড়ে দেবেন? সেই নিয়ে জল্পনা শুরু হয়েছে। এমনিতেই আগামী বছর জয়ের বোর্ডের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তারপর তিনি কুলিং অব পিরিয়ডে চলে যাবেন। সেই অঙ্ক কষেই জয় আইসিসি-তে চলে যেতে চাইছেন। সেক্ষেত্রে দুবাই থেকে আইসিসি-র দফতর চলে আসতে পারে মুম্বইয়ে।
আগামী ১৯-২২ জুলাই কলম্বোতে হবে আইসিসি-র বার্ষিক সম্মেলন। ওই সভায় অবশ্য চেয়ারম্যান নির্বাচিত হবে না। সেটি হবে নভেম্বর মাসে। সেইসময় জয় প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।
জয় বোর্ড সচিব থেকে সরলে সেই স্থানে কে সচিব হবেন, সেই নিয়েও জল্পনা শুরু হয়েছে। বলা হচ্ছে, অরুণ ধূমালকে সেই পদে আনা হতে পারে। আবার ভারতীয় ক্রিকেটমহলের অনেকের মতে, সিএবি প্রেসিডেন্ট পদে সৌরভ গঙ্গোপাধ্যায় থাকলে তিনি আবারও সচিব পদের জন্য লড়াই করতে পারতেন। কারণ তাঁর ক্ষেত্রেও তিন বছরের কুলিং পিরিয়ড শেষ হয়ে যেত। কিন্তু সেইসময় সৌরভ স্বেচ্ছায় সিএবি সভাপতি পদ থেকে সরে তাঁর দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে বসিয়ে দেন। তা হলে কি চালে ভুল করে ফেললেন মহারাজ?