জাভেদ আখতার-রোহিত শর্মা
শেষ আপডেট: 5th March 2025 18:39
দ্য ওয়াল ব্যুরো: না চাইতেও রোহিত শর্মার (Rohit Sharma) ওজন-বিতর্কে জড়িয়ে পড়লেন জাভেদ আখতার (Javed Akhtar)। তাঁর মুখে এমন কিছু কথা বসিয়ে দিলেন জনৈক নেটিজেন, যে কারণে ওই ব্যক্তিকে ‘আরশোলা’ ও ‘নীচ মানুষ’ বলে সম্বোধন করলেন প্রবীণ গীতিকার।
ঘটনার সূত্রপাত হয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy) ভারতের জয়কে কেন্দ্র করে। গতকাল অস্ট্রেলিয়াকে (Australia) দুবাইয়ের ময়দানে হারায় টিম ইন্ডিয়া (India)। যে বিষয়ে একের পর এক সেলেব্রিটি পোস্ট করতে শুরু করেন। জাভেদ আখতারও তাঁর এক্স-হ্যান্ডেলে লেখেন, ‘ফের একবার বিরাট প্রমাণ করল কেন সে ভারতীয় ক্রিকেটের শক্ত পিলার। কুর্নিশ!’
এই পোস্টের কমেন্টে এক নেটিজেন কমেন্ট করেন, ‘যদি ভারত সবচেয়ে শক্তিশালী স্তম্ভ হয় তাহলে রোহিত শর্মা কী? সবচেয়ে ভারী পিলার? জাভেদ সাহাব, ভারতীয় দলকে অসম্মান করার জন্য আপনার লজ্জা হওয়া উচিত।‘
তাঁর পোস্টে অশীতিপর গীতিকার কোথাও ঘুণাক্ষরে রোহিতকে অসম্মান করেননি। তাঁর মোটাত্ব নিয়ে একটি শব্দও খরচ করেননি। অথচ তাঁর মুখেই জুড়ে দেওয়া হয় এমন বক্তব্য যার সঙ্গে জাভেদ সরকারের কোনও সম্পর্কই নেই!
এই ভিত্তিহীন অভিযোগের সূত্রে গর্জে ওঠেন হিন্দি গীতিকার। তিনি বলেন, ‘মুখ বন্ধ করো। আড়শোলা তুমি! রোহিত শর্মা ও ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাসে বাকি অধিনায়কদের প্রতি আমার অগাধ সম্মান রয়েছে। কেমন নীচ মানুষ আর নির্লজ্জ মিথ্যাবাদী! দাবি করছ এমন কিছু যা নিয়ে একটি শব্দ আমি বলিনি পর্যন্ত। একবার ভাবো তুমি কতটা নোংরা এবং খারাপ লোক।‘
চলতি বিতর্ক শুরু হয় কংগ্রেস নেত্রী শামা মহম্মদ রোহিত শর্মাকে মোটা বলে অপমান করার পর। ভারতের ইতিহাসে সবচেয়ে ‘অপ্রতিভ’ অধিনায়ক বলেও তাঁকে দেগে দেন শামা। এই বিতর্কে কংগ্রেস নেত্রীকে একহাত নেন রাজনীতি ও ক্রীড়াজগতের অনেকে। গতকাল সুনীল গাভাসকারও ‘ছিপছিপে বান্দা চাইলে মডেলিং প্রতিযোগিতায় যাও’—বলে শামাকে বিদ্ধ করেন সুনীল গাভাসকার।