শেষ আপডেট: 3rd February 2025 17:44
দ্য ওয়াল ব্যুরো: লক্ষ্য চ্যাম্পিয়ন্স ট্রফির বাছাই পনেরোয় নাম তোলা। দলকে অক্সিজেন জোগানো। সেই কারণে রিহ্যাবে যোগ দিতে বেঙ্গালুরু পৌঁছলেন জসপ্রীত বুমরাহ। এখানেই রয়েছে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ)। যেখানে জসপ্রীতের চোট কতটা গুরুতর তা পরীক্ষা করা হবে। সেরে ফেলা হবে দরকারি স্ক্যান। সবই বিসিসিআইয়ের শীর্ষ আধিকারিকদের নজরদারিতে। তারপর সেই টেস্টের রিপোর্ট পাঠানো হবে নিউজিল্যান্ডের অর্থ্রোপেডিক সার্জেন ডা. রোয়ান স্খাউটেনের কাছে।
উল্লেখ্য, গত মাসেই বিসিসিআইয়ের নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর বলেছিলেন, ফেব্রুয়ারির প্রথমেই স্পষ্ট হয়ে যাবে, বুমরাহ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন কি খেলবেন না। বর্ডার-গাভাসকার ট্রফির শেষ টেস্ট ছিল সিডনিতে। সেই ম্যাচেই চোট পান বুমরাহ। যে কারণে শেষ ইনিংসে বল করতে নামতেও পারেননি তিনি।
এরপর চিকিৎসকদের পরামর্শ মেনে বছর একত্রিশের পেসার পাঁচ সপ্তাহের ‘অফলোডিং প্রসেসে’র মধ্যে ছিলেন। ক্রিকেটীয় পরিভাষায় এর সরল অর্থ হচ্ছে: কিছুদিনের জন্য শীতঘুমে চলে যাওয়া। মূলত টেস্ট ক্রিকেটে কোনও দলের হয়ে সবচেয়ে বেশি ওভার বল করা পেস বোলারকে সংশ্লিষ্ট মরশুমে তিন সপ্তাহের জন্য ছুটি নিতে বলা হয়। ওই কুড়ি-একুশ দিন তিনি মাঠে নামা থেকে বিরত থাকেন। নেন পরিপূর্ণ, অখণ্ড বিশ্রাম।
জসপ্রীতের এই অফলোডিংয়ের মেয়াদ সম্প্রতি শেষ হয়েছে। ১১ তারিখ আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে চলা সমস্ত দেশকে তাদের চূড়ান্ত টিমলিস্ট যাবতীয় কাটছাঁট এবং রদবদলের পর আইসিসির টেবিলে জমা করতে হবে। সেই তালিকায় বুমরাহ জায়গা করে নিতে পারেন কি না, এখন সেটাই দেখার।