শেষ আপডেট: 4th February 2025 17:48
দ্য ওয়াল ব্যুরো: ভারত এবং ইংল্যান্ডের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হতে চলেছে। এই সিরিজের প্রথম ম্যাচটি আগামী ৬ ফেব্রুয়ারি নাগপুরে আয়োজন করা হবে। তবে এই ম্যাচ শুরুর আগেই ভারতীয় শিবিরে এক দুঃসংবাদ হানা দিয়েছে। বিসিসিআই-এর একটি সূত্র দৈনিক ভাস্করকে জানিয়েছে যে ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন একদিনের ক্রিকেট সিরিজে জসপ্রীত বুমরাহ খেলতে পারবেন না। পাশাপাশি, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তিনি খেলতে পারবেন কি না, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। যদি বুমরাহ একান্তই না খেলতে পারেন, তাহলে সেটা ভারতীয় ক্রিকেট দলের কাছে বড়সড় ধাক্কা হতে চলেছে।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের একটি সূত্র মারফৎ জানা গিয়েছে, বুমরাহের পিঠের চোট এখনও পর্যন্ত সম্পূর্ণভাবে সারেনি। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সুস্থ হয়ে উঠবেন, তেমন আশাও করা হচ্ছে না। আপাতত ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি একটাও ম্যাচ খেলবেন না। আশা করা হচ্ছে, বুমরাহের পরিবর্তে এই সিরিজে হর্ষিত রানাকে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে সুযোগ দেওয়া হতে পারে। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে বুমরাহকে রাখা হয়েছিল। কিন্তু, এই নতুন রিপোর্ট অনুসারে, টিম ইন্ডিয়ার এই পেস তারকা হয়ত গোটা সিরিজেই খেলতে পারবেন না। যদিও বিসিসিআই এখনও পর্যন্ত বুমরাহের চোট নিয়ে কোনও আপডেট দেয়নি।
জসপ্রীত বুমরাহ আপাতত দুর্দান্ত ফর্মে ছিলেন। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি ৫ ম্যাচের টেস্ট সিরিজে দুরন্ত পারফরম্যান্স করেছিলেন। এই সিরিজে বুমরাহ টানা ৫ ম্যাচেই খেলেছিলেন। আশঙ্কা করা হচ্ছে, অত্যাধিক ওয়ার্কলোডের কারণেই তিনি চোট পেয়েছেন। এই সিরিজে তিনি মোট ১৫১.২ ওভার বল করেছেন। এটা অবশ্যই একটা বড়সড় মাইলফলক। এই সিরিজে তিনি মোট ৩২ উইকেট শিকার করেন।
রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সামি, আর্শদীপ সিং, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ এবং রবীন্দ্র জাদেজা।