শেষ আপডেট: 14th March 2025 17:35
দ্য ওয়াল ব্যুরো: বড়সড় ধাক্কার মুখে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। আসন্ন আইপিএলের শুরুর বেশ কিছু ম্যাচে ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) ছাড়াই নামতে হবে তাদের। সূত্রের খবর, ভারতীয় সিমারের পিঠের চোট সারেনি৷ এখনও চিকিৎসা চলছে। কবে সারবে, তাও নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। সবকিছু ঠিকঠাক থাকলে এপ্রিলের শুরুর দিকে মাঠে নামতে পারেন বুমরাহ। যদিও এখনই চূড়ান্তভাবে দিনক্ষণ বলতে পারছেন না চিকিৎসকেরা।
উল্লেখ্য, গত বছর বর্ডার গাভাসকার ট্রফিতে শেষবার মাঠে নামতে দেখা গিয়েছিল তাঁকে। টুর্নামেন্টে সাকুল্যে ৩২ উইকেট নিয়ে সিরিজ সেরা হলেও সিডনি টেস্ট চলাকালীন বুমরাহ পিঠে চোট পান। যা এতটাই গুরুতর ছিল যে, চতুর্থ ইনিংসে বল পর্যন্ত করতে নামতে পারেননি তিনি।
এরপর দেশে ফিরে এলে কিছুদিনের বিশ্রামের পর চলে যান বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অফ এক্সিলেন্সে। সেখানে এখনও চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন বুমরাহ। একাধিকবার স্ক্যান করা হয়েছে। সেই রিপোর্টের ভিত্তিতে সদ্যসমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফির প্রভিশনাল স্কোয়াডে থেকেও চূড়ান্ত দলে জায়গা করে নিতে পারেননি তিনি। সেই সময় চোট সারেনি, এখনও না। কবে সারবে সেই বিষয়ে বিসিসিআইয়ের মেডিক্যাল টিম নিশ্চিত করে কিছুই বলতে পারছে না। আবছাভাবে মনে করা হচ্ছে, এপ্রিলের শুরুর দিকে মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাম্পে যোগ দিতে পারেন বুমরাহ। চিকিৎসকদের রিপোর্টে বলা হয়েছে, ‘এখনই বলা যাচ্ছে না কতগুলি ম্যাচ বুমরাহ মিস করবেন কিংবা নিশ্চিত কোন তারিখ তাঁকে মাঠে নামতে দেখা যাবে।’
প্রসঙ্গত, এবারের আইপিএলে পরপর দুটো অ্যাওয়ে ম্যাচ দিয়ে মুম্বই ইন্ডিয়ান্স তাদের যাত্রা শুরু করছে। প্রথম লড়াই সিএসকের বিরুদ্ধে চেন্নাইয়ের ময়দানে (২৩ মার্চ)। পরের ম্যাচ গুজরাত টাইটানসের বিরুদ্ধে আহমেদাবাদে (২৬ মার্চ)। এরপর দুটো ম্যাচ, যথাক্রমে কেকেআর (৩১ মার্চ) এবং লখনউ সুপার জায়ান্টন্সের বিরুদ্ধে (৪ এপ্রিল)। প্রথমটি হোম, পরেরটি অ্যাওয়ে ম্যাচ।
বুমরাহর বদলি হিসেবে মুম্বইকে ভরসা করতে হবে ট্রেন্ট বোল্ট, দীপক চাহার, রিস টপলিদের উপর। অলরাউন্ডার হিসেবে মাঠে নামবেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া ও রাজ অঙ্গদ বাওয়া।