শেষ আপডেট: 20th January 2025 19:56
দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেটের বাইশ গজে তিনি এক নম্বর। এবার বিনোদনের মঞ্চেও দাপট দেখালেন বুমরাহ। বিখ্যাত ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লে এসেছে ভারত সফরে। মুম্বইয়ে কনসার্ট ছিল শনিবার। ওইদিন ব্যান্ডের গায়ক ক্রিস মার্টিন স্টেজ থেকে জসপ্রীত বুমরাহর নাম ধরে উল্লাসে চিৎকার করে ওঠেন। যা শুনে উচ্ছ্বাসে ফেটে পড়ে জনতা। ইনস্টাগ্রাম প্রোফাইলে সেই মুহূর্তের একটি রিলও শেয়ার করেছেন ভারতের পেসার। জানিয়েছেন নিজের ভালো লাগার কথা।
শনিবার রাত গড়িয়ে অনুষ্ঠান শেষের সময় হয়ে আসে। তখনই মজার ছলে ব্যান্ডের গায়ক ক্রিস মার্টিন বলে ওঠেন, ‘দাঁড়াও, আমাদের এবার শো বন্ধ করতেই হবে। তার কারণ জসপ্রীত বুমরাহ আসতে চেয়েছে। আমরা এবার ব্যাকস্টেজে ক্রিকেট খেলব। বুমরাহ বলেছে, ও আমায় বল করতে চায়।’ এরপরই জসপ্রীতের নাম উচ্ছ্বাসে চেঁচিয়ে চেঁচিয়ে বলতে শোনা যায় ক্রিস মার্টিনকে। অনুরাগীদের প্রত্যুত্তরের জবাবে তিনি ফের জুড়ে দেন, ‘আমি ওকে ১৫ মিনিট অপেক্ষা করতে বলেছি।’
This made me smile! Incredible vibe at the @coldplay concert in Mumbai (from what I’ve seen here) and even more special to be mentioned ✨ pic.twitter.com/SQuTVbwhWs
— Jasprit Bumrah (@Jaspritbumrah93) January 20, 2025
বুমরাহ গোটা ঘটনার ক্লিপিং ইনস্টাগ্রামে শেয়ার করে লেখেন, ‘এটা দেখে মজা পেয়েছি। মুম্বইয়ের কনসার্টের অভূতপূর্ব উন্মাদনা! আর নিজের নাম এভাবে শোনাও বিশেষ অনুভূতি।’
উল্লেখ্য, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ সদস্যের দলে বুমরাহকে রাখা হয়েছে। যদিও এখনও চোট সারিয়ে ফিরে আসেননি ভারতীয় পেসার। দল ঘোষণার সময় সাংবাদিক সম্মেলনে বিসিসিআই নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর বলেন, তাঁরা আশাবাদী, বাংলাদেশের বিরুদ্ধে গ্রুপের প্রথম ম্যাচের আগেই পুরোপুরি সেরে হয়ে উঠবেন বুমরাহ।