শেষ আপডেট: 20th January 2025 15:56
দ্য ওয়াল ব্যুরো: ইয়ানিক সিনারের বোমারু সার্ভিস। তাতে খুলে গেল নেট। বন্ধ রইল খেলা। ম্যাচ আম্পায়ার দুই প্রতিযোগীকে নির্দেশ দিলেন ড্রেসিং রুমে ফিরে যেতে। ফিরে আসার পর পুরোনো ছন্দ বজায় রেখে ম্যাচ পকেটে পুরলেন ইতালির টেনিস তারকা। ম্যাচের ফল: ৬-৩, ৩-৬, ৬-২, ৬-২।
খেলা একপেশে হতে চলেছে এটা যতটা না আন্দাজ করা গেছিল, তার চেয়েও আকস্মিক হচ্ছে সিনারের সার্ভিস। এদিন গোড়া থেকেই তুরুপের তাস সার্ভিসকে অস্ত্র করেছিলেন বিশ্ব র্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকা ইতালীয় তারকা। তেমনই একটি ঝড়ো সার্ভিস গিয়ে নেটে লাগে। টেনিসের ভাষায় ‘আনফোর্সড এরর’। কিন্তু দেখা যায় ওই ‘এরর’-ই মস্ত বড় বিপদ ঘটিয়ে ফেলেছে। নেটকে কোর্টের সঙ্গে ধরে রাখে যে স্ক্রু, সেই স্ক্রুটি গেছে খুলে এবং তা মেরামত করতে লাগবে বিস্তর সময়।
comically long gif of jannik sinner breaking net from the net pov just dropped pic.twitter.com/D0lhCmvuLa
— chloe ????♡???????? (@sithlordchloe) January 20, 2025
স্বাভাবিকভাবে আম্পায়ার খেলা স্থগিত রাখতে বাধ্য হন। ৯০ ডিগ্রি ফারেনহাইটে রড লেভার এরিনা তখন পুড়তে শুরু করেছে। তাই দেখে সিনার এবং তাঁর প্রতিদ্বন্দ্বী হোলগার রুনকে তিনি অপেক্ষা করতে না বলে লকার রুমে চলে যাওয়ার নির্দেশ দেন।
ততক্ষণে কোর্টে বাক্সপ্যাঁটরা নিয়ে চলে এসেছেন ছ’জন কর্মী। তাঁরা নাটবল্টু খুলে, স্ক্রু বদলে নেট সারাইয়ের কাজ চালান। সময় গড়ায়। যদিও প্রবল গরমে অধৈর্য না হয়ে আসনে বসে থাকা দর্শকেরা কর্তব্যরত কর্মীদের চিয়ার আপ করতে থাকেন। মিনিট কুড়ি বাদে কোর্টে ফিরে আসেন রুন, সিনার। তারপর প্রতিপক্ষকে বিধ্বংসী সার্ভিসের মতোই ফুঁৎকারে উড়িয়ে ম্যাচ পয়েন্ট পকেটে পুরে ফেলেন ইয়ানিক সিনার।