শেষ আপডেট: 5th February 2025 21:22
দ্য ওয়াল ব্যুরো : পঞ্জাব এফসি-র বিরুদ্ধে অবশেষে গোলের দরজা খুলল মোহনবাগান সুপার জায়ান্ট। প্রথম গোলটা করেন জেমি ম্যাকলারেন। আর ব্যবধান বাড়ালেন লিস্টন কোলাসো। আপাতত সবুজ-মেরুন ব্রিগেড ২-০ গোলে এগিয়ে রয়েছে। এই ব্যবধান যদি মোহনবাগান বজায় রাখতে পারে তাহলে এক বিরল কৃতিত্ব তারা গড়তে পারবে। ঘরের মাঠে টানা ৯ ম্য়াচে তারা জয়লাভ করবে। আর সেইসঙ্গে স্পর্শ করবে চেন্নাইন এফসি-র রেকর্ডও।
ম্যাচের ৫৫ মিনিটের মাথায় আসে বাগানের প্রথম গোল। তবে এই গোলের ক্ষেত্রে বাগানের বঙ্গসন্তান দীপেন্দু বিশ্বাসের কথা আলাদা করে বলতেই হবে। দুর্দান্ত একটা ক্রস বাড়িয়েছিলেন তিনি। সেখান থেকে সেন্টার বক্সে বলটি পেয়েছিলেন ম্য়াকলারেন। এরপর প্রথম টাচেই তিনি বাঁ পায়ে একটি অসাধারণ শট নেন। সঙ্গে সঙ্গে গোটা যুবভারতী স্টেডিয়াম গর্জন করে ওঠে। গোওওওলললল। সেইসঙ্গে মোহনবাগান ১-০ গোলে এগিয়ে যায়।
প্রথম গোলের রেশ কাটতে না কাটতেই পঞ্জাবকে দ্বিতীয় ধাক্কা দেন মোহনবাগানের শিল্পী ফুটবলার গ্রেগ স্টুয়ার্ট। ম্যাচের ৬২ মিনিটে অভিষেকের হেড থেকে বলটা পেয়েছিলেন লিস্টন। কঠিন একটা অ্যাঙ্গল থেকে ডান পায়ে শট বাড়ালেন লিস্টন কোলাসো। বলটা গোলপোস্টের বটম রাইট কর্নার দিয়ে পঞ্জাবের জালে জড়িয়ে গেল। সেইসঙ্গে মেরিনার্সরা তাদের ইনস্যুরেন্স গোলটাও তুলে নেয়। আপাতত জয়ের অপেক্ষা করছে মোহনবাগান।
এই ম্যাচটা জিততে পারলেই পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা আরও পাকা করবে মেরিনার্সরা। পঞ্জাবের বিরুদ্ধে ক্লিনশিট বজায় রাখতে পারবেন বাগানের অতন্দ্র প্রহরী বিশাল কাইথও। প্রসঙ্গত, শেষ আটটি হোম ম্যাচে মোহনবাগান টানা জয়লাভ করেছে। অন্যদিকে পঞ্জাব এই নিয়ে দ্বিতীয় আইএসএল মরশুম খেলতে নামছে। ফলে, ধারে এবং ভারে এই ম্যাচে হোসে মলিনার দলই এগিয়ে রয়েছে।
পাশাপাশি শেষ আটটি হোম ম্যাচের মধ্যে মেরিনার্সরা ৬ ক্লিনশিট বজায় রেখেছে। ঘরের মাঠে জয়ের এমন টানা নজির এফসি গোয়া ছাড়া আর কোনও দলের কাছেই নেই। তবে পঞ্জাবের বিরুদ্ধে খেলতে নামার আগে চোট সমস্যা কিছুটা হলেও ভোগাতে পারে বাগান শিবিরকে। আপাতত তারা ১৯ ম্যাচে ৪৩ পয়েন্ট সংগ্রহ করেছে। দ্বিতীয় স্থানে দাঁড়িয়ে থাকা জামশেদপুর এফসি-র সঙ্গে ৯ পয়েন্টের পার্থক্য রয়েছে। জামশেদপুর অবশ্য একটা ম্যাচ কম খেলেই ৩৪ পয়েন্ট সংগ্রহ করেছে।