শেষ আপডেট: 15th February 2025 20:36
দ্য ওয়াল ব্যুরো: আপাতত চলছে হাড্ডাহাড্ডি লড়াই। মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্ট এবং কেরালা ব্লাস্টার্স এফসি। ম্যাচটা কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে। আপাতত ২-০ গোলে এগিয়ে রয়েছে মোহনবাগান। জোড়া গোল করেছে বাগানের বিশ্বকাপার জেমি ম্যাকলারেন।
২৮ মিনিটে প্রথম গোলটা করলেন জেমি ম্যাকলারেন। তবে এই গোলটার ক্ষেত্রে লিস্টন কোলাসোর নাম আলাদা করে বলতেই হবে। বাঁ-দিক ধরে বলটা নিয়ে উপরের দিকে উঠে এসেছিলেন লিস্টন। বক্সের ঠিক বাইরে কেরালার দুই ডিফেন্ডারের পায়ের ফাঁক দিয়ে বলটা সামনের সেন্টার বক্সের দিকে এগিয়ে দেন তিনি। গোল পোস্ট থেকে মাত্র ৬ গজ দুরত্বে অপেক্ষা করছিলেন ম্যাকলারেন। তিনি কার্যত চিতাবাঘের মতো বলটা নিজের নিয়ন্ত্রণে নেন। ঠাণ্ডা মাথায় তিনি বলটা বিপক্ষের জালে জড়িয়ে দেন।
.@mohunbagansg swinging into the lead at #Kochi! ⛳⚽
— Indian Super League (@IndSuperLeague) February 15, 2025
Tune in to #StarSports3 and #AsianetPlus to watch #KBFCMBSG or stream it only on @JioHotstar: https://t.co/loTyDndK9h#ISL #LetsFootball #MBSG #JamieMacLaren pic.twitter.com/TnILtcwh4u
ম্যাচের ৪০ মিনিটে ইনস্যুরেন্স গোলটাও করলেন সেই ম্যাকলারেনই। তবে এক্ষেত্রে তিনি নিজের একক দক্ষতার পরিচয় দিলেন। জেমিকে লক্ষ্য করে কামিন্স বলটা হাওয়ায় ভাসিয়ে দিয়েছিলেন। সেখান থেকে ম্যাকলারেন ভলিতে বলটা নিয়ন্ত্রণে আনেন শেষপর্যন্ত কেরালার গোলকিপার সচিনের মাথার উপর দিয়ে বলটা লব করে দিলেন। সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসের চিৎকার শোনা যায় মলিনার গলায়। ২-০ গোলে এগিয়ে যায় মোহনবাগান।
৪৫+২ মিনিটে হ্যাটট্রিকও করে ফেলেছিলেন জেমি। কিন্তু, অফসাইডের কারণে সেই গোল বাতিল করে দেয় রেফারি। শুভাশিসের থেকে বলটা পেয়েই প্রথম টাচে বিপক্ষের জালে আক্রমণ শানান তিনি। কিন্তু, স্কোরবোর্ডে শেষপর্যন্ত এই গোলটা দাখিল হয়নি। এবার দ্বিতীয়ার্ধে দুটো দল কেমন পারফরম্য়ান্স করে, সেটাই দেখার।