শেষ আপডেট: 16th February 2025 15:33
দ্য ওয়াল ব্যুরো: লিগ শিল্ড জয়ের ক্ষেত্রে মোহনবাগান সুপার জায়ান্টের কাছে শনিবারের (১৬ ফেব্রুয়ারি) ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে তিনটে গুরুত্বপূর্ণ পয়েন্ট সবুজ-মেরুন ব্রিগেডকে কাঙ্খিত লক্ষ্যের আরও কাছাকাছি নিয়ে গিয়েছে। তবে এই জয়ের অন্যতম কারিগর হলেন অজি বিশ্বকাপার জেমি ম্যাকলারেন। মরশুমের শুরুতে তাঁর ফিটনেস নিয়ে একাধিক আশঙ্কা তৈরি হলেও, আপাতত আগুন পারফরম্যান্স বাগানের জয়ের পথ প্রশস্থ করছে।
শনিবারের ম্যাচে জোড়া গোল করেন ম্যাকলারেন। ম্যাচের পর তিনি বললেন, 'গোলে ফিরতে পেরে যে স্বস্তি পেয়েছি, একথা একেবারে বলতে পারব না। এখনও আমাদের অনেক কাজ বাকি রয়েছে।' প্রসঙ্গত, মোহনবাগান সুপার জায়ান্টকে লিগ শিল্ড জিততে হলে এখনও একটা ম্যাচ জিততে হবে। আগামী ম্যাচে ওড়িশা এফসি-র বিরুদ্ধে খেলবে মেরিনার্সরা। তবে স্বস্তির ব্যাপার এটাই যে রবিবাসরীয় রসগোল্লা ডার্বিতে মোহনবাগান তাদের ঘরের মাঠ অর্থাৎ কলকাতা বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলতে নামবে। আর ঘরের মাঠে যে তারা আলাদা অ্যাডভান্টেজ পাবে, তা বলাই বাহুল্য।
অস্ট্রেলিয়া লিগে পাঁচবার সোনার বুট জয় করেছেন জেমি। এবার ভারতীয় ফুটবলও কাঁপাচ্ছেন। চলতি ইন্ডিয়ান সুপার লিগে এখনও পর্যন্ত তিনি ১০ গোল করে ফেলেছেন। তবে অস্ট্রেলিয়ার এই ফরোয়ার্ড জানিয়েছেন, 'আমি আত্মবিশ্বাসী ছিলাম যে গোল আসবেই। প্রথম গোলটার পর আমার আত্মবিশ্বাস আরও বেড়ে গিয়েছিল।'
অন্যদিকে, জেমির প্রশংসা শুনতে পাওয়া গেল মোহনবাগান কোচ হোসে মলিনার গলাতেও। তিনি বললেন, 'শুরুর দিকে আমরা খুব সহজেই বলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিলাম। তবে সঠিক সুযোগের অপেক্ষা করছিলাম আমরা। অবশেষে সেই সুযোগ আমাদের সামনে এল। দুটো অসাধারণ গোল করল জেমি ম্যাকলারেন। প্রথমটা লিস্টন কোলাসোর পা থেকে, আর দ্বিতীয়টা জেসন কামিন্সের। দ্বিতীয় গোলের পাসটা অনেক বেশি দর্শনীয় ছিল। এটাই আমাদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনে। আর এই জোড়া গোল হজম করে কেরালা ব্লাস্টার্স অনেকটাই ব্যাকফুটে চলে গিয়েছিল।'