শেষ আপডেট: 29th July 2024 17:26
দ্য ওয়াল ব্যুরো: রবিবার রাতেই কলকাতায় পৌঁছে গিয়েছিলেন জেমি ম্যাকলারেন। তারপর রাত কাটতেই মোহনবাগান অনুশীলনে যোগ দিলেন অস্ট্রেলীয় বিশ্বকাপার। এই নামী তারকা যখন সবুজ মেরুন প্রস্তুতিতে যোগ দিলেন, সেইসময় সমর্থকে ঠাসা গ্যালারি।
২৯ জুলাই মোহনবাগান দিবসে প্রস্তুতি শুরু করল মোহনবাগান সিনিয়র দল। কোচ হোসে মোলিনাও কলকাতায় এসে সময় নষ্ট করেননি। তিনিও প্রথমদিনের অনুশীলনে হাজির। ম্যাকলারেনের সঙ্গে ছিলেন আপুইয়াও। তাঁকে ফুলের মালায় বরণ করে নেন সমর্থকরা।
জেমি গতকাল রাতে এসেই টের পেয়েছিলেন কলকাতায় ফুটবল নিয়ে আবেগ রয়েছে। তারওপর জাতীয় ক্লাবের হয়ে মাঠে নামবেন, সমর্থকরা জানতে পেরে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন ম্যাকলারেনকে।
২০২২ সালের কাতার বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে খেলা এই তারকার সঙ্গে চার বছরের চুক্তি করেছে মোহনবাগান। মেসির বিরুদ্ধে খেলা জেমি অস্ট্রেলিয়া এ লিগে খেলে পাঁচবার সোনার বুট জিতেছেন। তিনি ভাল গোল চেনেন। কামিন্সের সঙ্গে তাঁর জুটি দারুণ জমবে, আশায় সমর্থকরা।
এদিকে, কামিন্সও রবিবার রাত আড়াইটার সময় কলকাতা বিমানবন্দরে নামেন। তিনিও অবাক করে দিয়ে সকালে মোহনবাগান মাঠের অনুশীলনে চলে এসেছিলেন। কামিন্সকেও ভালবাসায় ভরিয়ে দেন সমর্থকরা। তিনি গতবারই সমর্থকদের মন জয় করেছিলেন।