Date : 16th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
IndiGo Flight: মাঝ আকাশে বিকল ইঞ্জিন, মুম্বইয়ে জরুরি অবতরণ দিল্লি-গোয়া ইন্ডিগো বিমানেরবোয়িং ৭৮৭ বিমানগুলির 'ফুয়েল কন্ট্রোল সুইচ'-এ ত্রুটি নেই, সবরকম পরীক্ষা করে জানাল এয়ার ইন্ডিয়াগোপালগঞ্জ কিলিং: আওয়ামী লিগ কর্মীদের উপর গুলি বর্ষণে সেনা-পুলিশকে বাহবা দিলেন ইউনুসমিশন শেষে ঘরে ফিরছেন শুভাংশু, স্বামীর পছন্দের রান্না করবেন কামনা, একসঙ্গে সময় কাটানোর অপেক্ষাবঙ্গবন্ধুর মাজার ভাঙতে না পেরে আওয়ামী লিগ কর্মীদের খুন করেছে ইউনুস বাহিনী, অভিযোগ হাসিনার'প্রাথমিক চিকিৎসা পেলে ছেলেকে মরতে হত না', নিকোপার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে বিস্ফোরক মৃতের বাবাকবি সুভাষ-দক্ষিণেশ্বর রুটে ফের মেট্রো বিভ্রাট! ভোগান্তি অফিস ফেরত যাত্রীদের শীঘ্রই চূড়ান্ত হতে পারে আমেরিকা-ভারত বাণিজ্য চুক্তি, ইতিবাচক ইঙ্গিত ট্রাম্পের'বাঙালি হওয়া, বাংলা বলা যেন এখন এক অপরাধ!' এক্সক্লুসিভ ইন্টারভিউয়ে বললেন গর্গ চ্যাটার্জীমায়েদের ভাব ছিল না কিন্তু মেয়েরা দুই বান্ধবী, সুপ্রিয়ার মেয়ের জন্মদিনে সুচিত্রার কন্যা
Angel Di Maria

'এর থেকে ভাল আর কী হতে পারে', কোপা জেতার পর বুটজোড়া তুলে রেখে আবেগপ্রবণ ডি মারিয়া

২০২১ সালের কোপা ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিরুদ্ধে তাঁর একটিমাত্র গোলেই জিতেছিলেন মেসিরা।

'এর থেকে ভাল আর কী হতে পারে', কোপা জেতার পর বুটজোড়া তুলে রেখে আবেগপ্রবণ ডি মারিয়া

ডি মারিয়া

শেষ আপডেট: 15 July 2024 07:27

দ্য ওয়াল ব্যুরো: কোপা আমেরিকা ২০২৪ হতে চলেছে তাঁর দেশের জার্সিতে শেষ টুর্নামেন্ট। ডি মারিয়ার এই ঘোষণার জন্য যেন তৈরি ছিল না গোটা ফুটবল বিশ্ব। কিন্তু সত্যিটা মেনে নিতেই হবে। সোমবার আরও একবার কোপা চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। রেকর্ড করে বিশ্ব ফুটবলে স্পেনের পর দ্বিতীয় দেশ হিসেবে ত্রিমুকুট জয় করেছে তাঁরা। এমন এক ম্যাচ খেলে অবসর প্রসঙ্গে ডি মারিয়া বলছেন, 'স্বপ্ন সত্যি হল...' 

২০২১ সালের কোপা ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিরুদ্ধে তাঁর একটিমাত্র গোলেই জিতেছিলেন মেসিরা। এরপর ২০২২ সালের বিশ্বকাপ ফাইনালেও গোল পেয়েছিলেন ডি মারিয়া। ৩-৩ হওয়া ম্যাচ টাইব্রেকারে জিতে বিশ্বজয় করে নীল-সাদা জার্সিধারীরা। এবার ২০২৪ কোপা জিতল আর্জেন্টিনা। যদিও এই ম্যাচে গোল পাননি ডি মারিয়া। পুরো সময়ে মাঠেও থাকেননি। তবে তাঁর সতীর্থরা ডি মারিয়ার অবসরটাকে চিরস্মরণীয় করে রাখতে বিরাট ভূমিকা পালন করল। 

কোপা জিতে নিজের আন্তর্জাতিক ফুটবল কেরিয়ার শেষ করার পর ১১ নম্বর নীল-সাদা জার্সির মালিক বলছেন, ''অনেক আগে স্বপ্ন দেখেছিলাম আবার কোপা ফাইনাল খেলব। আরও একবার এই টুর্নামেন্ট জিতব। ট্রফি নিয়ে ফুটবল কেরিয়ার শেষ করব। সেটাই হয়েছে। আমার স্বপ্ন সত্যি হয়েছে। এইভাবেই আমি অবসর নিতে চেয়েছিলাম। সেটা হওয়ার ভীষণ খুশি।'' সতীর্থরা চেয়েছিলেন ডি মারিয়া এই ফাইনালেও গোল করুক। কিন্তু তা হয়নি। তবে এতে কোনও আক্ষেপ নেই তাঁর। 

ডি মারিয়ার কথায়, ''এই প্রজন্মের ফুটবলাররা আমাকে অনেক কিছু দিয়েছে। অনেক অনেক স্মৃতি তৈরি করেছি আমি। যা চেয়েছি, তা পেয়েছি। আর কোপা আমেরিকা জিতে অবসর নিচ্ছি এর থেকে ভাল আর কী হতে পারে।'' ২০০৮ সালে অলিম্পিকে একসঙ্গে খেলেছিলেন ডি মারিয়া এবং লিওনেল মেসি। জিতেছিলেন সোনা। ২০২৪ সালে কোপা আমেরিকাও তাঁদের জন্য স্মরণীয় হয়ে থাকল।  

দেশের জার্সিতে এই দুই তারকা ঠিক খেলতে পারেন না এমন দাবি অনেকেই করেছিলেন। কিন্তু শেষ ৫ বছরে আর্জেন্টিনা যে সাফল্য পেয়েছে তাতে মেসি এবং ডি মারিয়ার কৃতিত্ব কখনই অস্বীকার করা যাবে না। মহাদেশীয় শিরোপা, বিশ্বকাপ, আবার মহাদেশীয় শিরোপা, স্পেনের পর এই ত্রিমুকুট জেতা দ্বিতীয় দল আর্জেন্টিনার অন্যতম স্তম্ভই ডি মারিয়া।


ভিডিও স্টোরি