শেষ আপডেট: 20th December 2023 11:27
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার আইপিএলের ইতিহাসে রেকর্ড গড়েছেন মিশেল স্টার্ক। বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার এই বাঁ হাতি ফাস্ট বোলার ও বাঁ হাতি ব্যাটারকে ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় কিনে নিয়েছে কলকাতা (KKR)। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আর কোনও ক্রিকেটারের দর এমন আকাশছোঁয়া হয়নি। এমনকী, টাকার অঙ্কে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকেও ছাপিয়ে গেছেন স্টার্ক। গুজরাত টাইটানসের সঙ্গে হাড্ডাহাড্ডি দর কষাকষির শেষে গৌতম গম্ভীরের ঘরেই এসেছেন বিখ্যাত এই পেস বোলার।
খেলার মাঠে তো আকছার রেকর্ড ভাঙেন-গড়েন। কিন্তু অন্যরকম এই রেকর্ড গড়ে কেমন লাগছে তাঁর? স্টার্কের সেই প্রথম প্রতিক্রিয়াই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে কেকেআরের তরফে। এক্স হ্যান্ডেলে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, স্টার্ক বলছেন, "এই বছরের আইপিএলে দলে যোগ দিতে পেরে আমি রোমাঞ্চিত। ইডেনে গিয়ে সেখানকার ভিড়, সেখানকার ভক্তদের, সেখানকার পরিবেশ দেখার জন্য আমি মুখিয়ে আছি। আমি আপনাদের দেখার জন্য উন্মুখ। আমি কেকেআর।”
Welcome back, record-breaker! ???? pic.twitter.com/KwSZui8GBj
— KolkataKnightRiders (@KKRiders) December 19, 2023
"বেশ কিছুক্ষন হয়ে গেল আমি ব্যাপারটায় জড়িয়ে পড়েছি। কিন্তু নিলামে নাম তুলতে পেরে এবং এই আসন্ন মরসুমে কেকেআর-এ যোগ দিতে পেরে আমি এখনও সত্যিই উত্তেজিত। আমি রোমাঞ্চিত!" জানিয়েছেন স্টার্ক।
অস্ট্রেলিয়ার পেসার আরও জানিয়েছেন, এই ঘটনাকে একপ্রকার ধাক্কাই বলা যায়। "কিন্তু, আমার স্ত্রী, অ্যালিসা হিলি এখন মহিলা দলের সঙ্গে ভারতেই রয়েছে," জানিয়েছেন মিশেল।
তিনি আরও জানিয়েছেন, টিভির স্ক্রিনে দেখার আগেই ঘটনার বিষয়ে আপডেট পেয়ে গিয়েছিলেন তিনি। "সারপ্রাইজড হয়েছিলাম তো বটেই, সেই সঙ্গে আইপিএলে ফিরতে পেরে আমি খুবই উত্তেজিত," শিশুর মতোই খুশি বিশ্বজয়ী বাঁ হাতি ফাস্ট বোলার।
৩৩ বছর বয়সি এই ক্রিকেটার সাধারণত প্রিমিয়ার লীগের তুলনায় আন্তর্জাতিক ক্রিকেটকেই বেশি গুরুত্ব দিয়ে থাকেন। তবে এবারে আইপিএলের পরে টি-২০ বিশ্বকাপেও অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।