
আইএসএলে কলকাতা ডার্বি ২৭ নভেম্বর, প্রথম নামছে এটিকে-মোহনবাগান
যে ম্যাচ ঘিরে কলকাতার দুটি বড় দলের সমর্থকদের আগ্রহ থাকে, সেই এটিকে মোহনবাগান (Atk Mohun bagan) বনাম এস সি ইস্টবেঙ্গল (SC East Bengal) ম্যাচ হবে ২৭ নভেম্বর। খেলাটি হবে ভাস্কোর (Vasco) তিলক ময়দানে।
প্রথম ম্যাচে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে খেলতে নামবে কেরালা ব্লাস্টার্স। মারগাওয়ের ফতোরদা স্টেডিয়ামে হবে ম্যাচটি। ইস্টবেঙ্গল আগেই ফেডারেশনের কাছে চিঠি লিখেছিল, তাদের প্রথম ম্যাচ যেন ডার্বি না দেওয়া হয়। কারণ এটিকে-মোহনবাগানের বিপক্ষে প্রথম ম্যাচে মুখোমুখি হলেই সমস্যা হতো লাল হলুদ দলের। কেননা তারা দলগঠন পরে শুরু করেছে। যেহেতু ওই ম্যাচ মর্যাদার, তাই সেই ঝুঁকি নিতে চাননি লাল হলুদ কর্তারা। যদিও তারা দ্বিতীয় ম্যাচই খেলবে চিরপ্রতিপক্ষ দলের বিরুদ্ধে।
Last season's finalists, @atkmohunbaganfc, will get the new season underway once again 🟢🔴
Take a look at the Mariners' first 10 fixtures for #HeroISL 2021-22 🗒️#LetsFootball pic.twitter.com/m4W5oiIZHE
— Indian Super League (@IndSuperLeague) September 13, 2021
ইস্টবেঙ্গলের সেই অনুরোধ মেনে নিল আইএসএল কর্তৃপক্ষ। ২১ নভেম্বর জামশেদপুরের বিরুদ্ধে এ বারের আইএসএল অভিযান শুরু করবে এসসি ইস্টবেঙ্গল। তবে প্রথম ম্যাচে না হলেও, লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচেই ডার্বি খেলতে নামবে বাংলার দুই প্রধান। তিলক ময়দানে একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নামবে।
ISL fixtures till January released. #indianfootball pic.twitter.com/ZYfSva0a0r
— football news india (@fni) September 13, 2021
এখনও সম্পূর্ণ সূচি প্রকাশ করা হয়নি। এখনও পর্যন্ত ৯ জানুয়ারি পর্যন্ত ম্যাচের সূচি প্রকাশ করা হয়েছে। বাকি সূচি পরে প্রকাশ করা হবে জানিয়েছে এফএসডিএল। মোট ৫৫টি ম্যাচের সূচি আপাতত প্রকাশ করা হয়েছে। এ বারেও গোয়ার মাঠেই আইএসএল-এর সব ম্যাচই খেলা হবে। তবে ফুটবলের ভক্তরা কলকাতার ডার্বির দিকে তাকিয়ে রয়েছে। ডার্বি ম্যাচের জন্য প্রহর গোনা শুরু হয়ে গেল।