শেষ আপডেট: 18th April 2024 14:26
দ্য ওয়াল ব্যুরো: আইএসএলের ফাইনাল ম্যাচ হতে পারে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। ২০১৯ সালে আইএসএলের উদ্বোধন পর্ব হয়েছিল কলকাতায়। কিন্তু কোনওদিন ফাইনাল ম্যাচ হয়নি, সেটি এবার করার চেষ্টা চলছে।
ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে এই বিষয়ে আভাস দিয়েছেন। মোহনবাগান, ইস্টবেঙ্গল দুটি দলই প্লে অফে উঠলে কলকাতার পাল্লা ভারী থাকত। কিন্তু মোহনবাগান একা হয়ে যাওয়ায় মুম্বইয়ের দিকে শেষমেশ চলে যেতে পারে।
কলকাতায় কোনওদিন আইএসএল ফাইনাল হয়নি। এই যুক্তিকে সামনে রেখে ফেডারেশন সভাপতি শেষ চেষ্টা করছেন। আইএসএলের আয়োজক যারা রিলায়েন্স গোষ্ঠীর এফএসডিএল (ফুটবল স্পোর্টস ডেভলপমেন্ট লিমিটেড) আধিকারিকরা চান যে মাঠেই খেলা হোক না কেন, মাঠ যেন কানায় কানায় পূর্ণ থাকে। যুবভারতীতে ৬৬ হাজার দর্শকাসনের সবটা মোহনবাগান সমর্থক দিয়ে পূর্ণ হওয়া চ্যালেঞ্জের বিষয়। কিন্তু লিগ-শিল্ড নির্ধারক ম্যাচে যুবভারতীতে প্রায় ৬০ হাজার সবুজ মেরুন সমর্থকরা এসেছিলেন। এটাই আশার কথা মোহনবাগানের ক্ষেত্রে।
ফাইনাল ম্যাচে যে আরও অনেকবেশি সমর্থক আসবেন, সেটিও ভাবতে শুরু করেছেন আয়োজক কর্তারা। তাই সেমিফাইনালের দুটি লেগে জিতে ফাইনালের টিকিট পেয়ে গেলে মোহনবাগানও চাইবে ঘরের মাঠে ফাইনাল ম্যাচ খেলতে। তবে আশা করা হচ্ছে, আগামী এক সপ্তাহের মধ্যেই ৪ মে কোথায় ফাইনাল ম্যাচ হবে তা ঠিক হয়ে যাবে। প্রসঙ্গত, সেমিতে হোম ও অ্যাওয়ে মিলিয়ে বাগান দল ম্যাচ খেলবে ১৯ ও ২৩ এপ্রিল।
এদিকে, আইপিএলের মতোই আইএসএলের ফাইনাল ম্যাচেও সাংস্কৃতিক অনুষ্ঠান হতে পারে। থাকতে পারেন অমিতাভ বচ্চন, অক্ষয় কুমাররা। গান গাইতে পারেন অভিজিৎ, সুনিধি চৌহানরা।