শেষ আপডেট: 6th March 2025 14:06
দ্য ওয়াল ব্যুরো: চলতি আইএসএল টুর্নামেন্টের লিগ পর্যায় আপাতত অন্তিম লগ্নে এসে দাঁড়িয়েছে। টপ সিক্সে আপাতত আর একটাই আসন ফাঁকা রয়েছে। কিন্তু, লড়াইয়ে রয়েছে দুটো দল। এই পরিস্থিতিতে প্লে-অফের অঙ্ক যে ক্রমশ জটিল হচ্ছে, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই।
২০২২-২৩ মরশুমে এই টুর্নামেন্টের প্লে-অফ ফরম্যাট নতুন করে সাজানো হয়েছিল। এই নয়া ফরম্যাট অনুসারে শীর্ষ দুই দল সরাসরি সেমিফাইনালের যোগ্যতা অর্জন করতে পারবে। তবে তৃতীয় থেকে ষষ্ঠ স্থানের মধ্যে যে দলগুলো থাকবে, তারা বাকি আসনের জন্য সিঙ্গল লেগ প্লে-অফ ম্যাচ খেলবে।
লিগ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট ছাড়া এফসি গোয়া, বেঙ্গালুরু এফসি, জামশেদপুর এফসি এবং নর্খ-ইস্ট ইউনাইটেড এফসি প্লে-অফের যোগ্যতা অর্জন করেছে।
ওড়িশা এফসি এখনও পর্যন্ত প্লে-অফের আশা বাঁচিয়ে রেখেছে। বুধবার (৫ মার্চ) তারা জামশেদপুর এফসিকে ৩-২ গোলে পরাস্ত করেছে। সেকারণে ওড়িশা আপাতত ২৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে উঠে এসেছে। মুম্বই সিটি এফসি-র সঙ্গে পয়েন্টের কোনও পার্থক্য না থাকলেও, গোল ব্যবধানে তারা একধাপ এগিয়ে রয়েছে।
এই পরিস্থিতিতে কলিঙ্গ যোদ্ধারা চাইবে যে মুম্বই সিটি এফসি যেন তাদের গ্রুপ পর্বের শেষ দুটো ম্যাচেই হেরে যায়। একমাত্র তাহলেই ওড়িশা পয়েন্ট টেবিলে আইল্যান্ডার ব্রিগেডের থেকে এগিয়ে থাকতে পারবে।
অন্যদিকে, আগামী দুটো ম্যাচের মধ্যে মুম্বই সিটি এফসি যদি ১ পয়েন্টও সংগ্রহ করতে পারে, তাহলেই তারা টপ সিক্সের যোগ্যতা অর্জন করে ফেলবে।
মুম্বই সিটি এফসি-র বাকি দুটো ম্যাচ: কেরালা ব্লাস্টার্স (৭ মার্চ), বেঙ্গালুরু এফসি (১১ মার্চ)