Latest News

IPL Sehwag: আইপিএলে জেনারেটর কি শুধু আলো জ্বালানোর জন্য? ডিআরএস বিতর্কে চটেছেন বীরু

দ্য ওয়াল ব্যুরো: আইপিএলে এবার অন্য বিতর্ক (IPL Sehwag)। ডিআরএস (DRS) নিয়ে বিতর্ক সামনে এসেছে। মুম্বইয়ের বিপক্ষে চেন্নাইয়ের ডেভন কনওয়েকে লেগ বিফোরের ভুল আউটের শিকার হতে হয়েছে। সেইসময় মাঠে ডিআরএস কাজ করছিল না। কারণ তার আগে সারা মাঠের বিদ্যুৎ চলে গিয়েছিল।

খেলার মাত্র ১০ মিনিট ডিআরএস কাজ করেনি প্রযুক্তি না থাকায়। তার মধ্যেই কনওয়ে ফিরে গিয়েছেন ভুল আউটের শিকার হয়ে। মাঠে সেইসময় ডিআরএস থাকলে কনওয়েকে ফিরতে হতো না দ্রুত।

Pat Cummins: কেকেআর শিবির ছেড়ে চলে গেলেন কামিন্স, আরও বিপাকে শ্রেয়সরা

এই কারণেই চটেছেন ভারতের নামী প্রাক্তন বীরেন্দ্র সেহওয়াগ। বীরু জানিয়েছেন, ‘‘আমি তো বুঝতে পারছি না, আইপিএলের জেনারেটর কি শুধু আলো জ্বালানোর কাজ করবে? তা হলে ওইসময় খেলা চালানোর যৌক্তিকতা কোথায়? এভাবেই তো প্রযুক্তি ছাড়াই ভুল আউট হতে হবে ব্যাটারদের।’’

বীরু মাঠের মতোই মাঠের বাইরেও আক্রমণাত্মক। তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ডের দিকে আঙুল তুলে প্রশ্ন করেছেন, ‘‘আইপিএলের জেনারেটর শুধুমাত্র মাঠের আলো জ্বালাবে। সেটি কী ব্রডকাস্টাররা পেতে পারে না? তাই যদি হবে, তা হলে মাঠে আলো এলেও ডিআরএস কাজ করল না কেন?’’

সেহওয়াগ আরও বলেন, ‘‘যদি পাওয়ার কাট হয় তখন কী হবে? জেনারেটর কি শুধু স্টেডিয়ামে আলো জ্বালানোর জন্য? ব্রডকাস্টার ও তাদের সিস্টেমের জন্য নয়? ম্যাচ যখন খেলা হচ্ছে, ডিআরএস অবশ্যই ব্যবহার করা উচিত।’’

বৃহস্পতিবার কনওয়ে ভুল আউট হয়ে সাজঘরে ফেরার পরেও হতাশা যায়নি। ধোনিরাও টিভি রিপ্লেতে দেখেন, বল আউটসাইডে ছিল। কিন্তু মাঠের ডিআরএস প্রযুক্তি কাজ করেনি বলে তার সহায়তা নেওয়া যায়নি।

You might also like