শেষ আপডেট: 22nd March 2025 19:14
দ্য ওয়াল ব্যুরো: আইপিএল ২০২৫-এর (IPL 2025) মঞ্চ প্রস্তুত। শিরোপা ধরে রাখার লক্ষ্যে কলকাতা নাইট রাইডার্স (KKR Vs RCB) আত্মবিশ্বাসী, আর দলের তারকা স্পিনার বরুণ চক্রবর্তী মনে করছেন, এবারও কেল্লাফতে করবে কলকাতা। নেতৃত্ব এবং কোচিং স্টাফে পরিবর্তন এলেও বরুণের মতে, কেকেআর একেবারে নতুনভাবে শুরু করতে প্রস্তুত এবং শনিবার প্রথম ম্যাচ থেকেই তাঁরা ছাপ ফেলতে পারবেন।
প্রথম ম্যাচেই শনিবার কলকাতার ইডেন গার্ডেন্সে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) মুখোমুখি হবে কেকেআর। ম্যাচের আগে বরুণ চক্রবর্তী জানিয়েছেন, এবারের স্কোয়াড আরও পরিণত এবং বৈচিত্র্যময়। দলে যুক্ত হয়েছেন কুইন্টন ডি কক, অ্যানরিখ নরকিয়া, স্পেন্সার জনসন, মইন আলি ও রোভম্যান পাওয়েলের মতো আন্তর্জাতিক তারকা, যা দলকে আরও শক্তিশালী করেছে।
বরুণ বলছেন, “আমাদের দারুণ একটি দল হয়েছে। ব্যাটিং বিভাগও বেশ ভালো। গত বছর আমরা বড় বড় জয় পেয়েছি, আবার বড় ব্যবধানে হেরেছিও। আইপিএলে প্রতিটি ম্যাচই আলাদা। নতুন মরশুম, নতুন শুরু।”
বরাবরই আরসিবির শক্তি তাদের ব্যাটিং লাইনআপ, আর সেখানে সবচেয়ে বড় নাম বিরাট কোহলি। কোহলির বিরুদ্ধে বরুণের আগের রেকর্ড বেশ ভালো। সাত ইনিংসে ৩৯টি ডেলিভারিতে মাত্র ৪০ রান দিয়ে একবার আউট করেছেন তাঁকে। তবে এবার আরও ভালো কিছু করার লক্ষ্য নিয়েই নামছেন বরুণ।
“আমি আমার আগের বছরের প্রস্তুতিই নিয়েছি। তবে বিরাট ভাইয়ের বিরুদ্ধে খেলতে নামলে আলাদা উন্মাদনা থাকে। তিনি দুর্দান্ত ব্যাটসম্যান। আমি চাই, এবার আরও ভালো কিছু করতে,” বলছেন বরুণ।
আরসিবির শক্তির কথা মাথায় রেখেই কেকেআর নিজেদের পরিকল্পনা সাজিয়েছে। বরুণের ভাষায়, “আইপিএলে কোনো দলকেই হালকাভাবে নেওয়া যায় না। প্রতিটি দল সমান শক্তিশালী। তবে আমরা আমাদের হোমওয়ার্ক করে নিয়েছি।”
গত বছর ২১টি উইকেট নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছিলেন বরুণ চক্রবর্তী। এবারও তার ঝুলিতে রয়েছে নতুন কিছু চমক।
“আমি সবসময় ঘরোয়া ক্রিকেটে নতুন কিছু নিয়ে কাজ করি। প্রতি বছরই চেষ্টা করি নতুন কিছু শেখার। কিছু কাজ করেছে, কিছু করেনি। তবে এবারও আমার হাতে নতুন কিছু বল থাকবে, পরিস্থিতি বুঝে প্রয়োগ করব,” জানালেন বরুণ।
তিনি আরও বলেন, “একটা বল হয় বাঁদিকে যাবে, নাহলে ডানদিকে বা একেবারে সোজা যাবে। মূল ব্যাপারটা হলো, কোন বল কখন ব্যবহার করব, সেটাই কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ।”
কেকেআরের সফলতার অন্যতম বড় চাবিকাঠি ছিল বরুণ-নারিন জুটি। গতবার এই দুজন মিলে ৩৮টি উইকেট নিয়েছিলেন। এবারও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চান বরুণ।
“নারিন ভাইকে আলাদা করে প্রশংসা করার কিছু নেই। তিনি কিংবদন্তি। গতবারও তিনি এমভিপি ছিলেন। এবারের জন্যও তিনি পুরোপুরি প্রস্তুত। ওনার কাছ থেকে শেখার চেষ্টা করি, ওনার পরিকল্পনা দেখি,” বললেন বরুণ।
শিরোপা ধরে রাখার পথে প্রথম ধাপ আরসিবির বিরুদ্ধে লড়াই। কেকেআর স্কোয়াডে তারকা ক্রিকেটারের ছড়াছড়ি থাকলেও, মাঠের পারফরম্যান্সই শেষ কথা বলবে। বরুণ-নারিনের জাদু, নতুন অস্ত্রের প্রয়োগ আর কেকেআরের দলগত পারফরম্যান্স— সব মিলিয়ে এবারও নাইটদের ঘোড়ার দৌড় কতদূর যায়, সেটাই দেখার অপেক্ষা।