বিরাট কোহলি
শেষ আপডেট: 25 April 2025 08:09
দ্য ওয়াল ব্যুরো: লক্ষ্মীবারে লক্ষ্মীলাভ হয়েছে আরসিবির (RCB)। চলতি আইপিএলে প্রথমবার ঘরের মাঠে জয় পেয়েছে বেঙ্গালুরু। জশ হ্যাজেলউডের নিয়ন্ত্রিত বোলিং ও বিরাট কোহলির (Virat Kohli) দাপুটে ব্যাটিং আরসিবির জয়ের পথ মসৃণ করেছে।
চলতি মরশুমে বিরাট কোহলি দুর্দান্ত ফর্মে আছেন। রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিপক্ষে গতকালের ম্যাচে দলকে শুধু জেতাননি, বেশ কিছু মাইলফলকও (Milestone) তিনি অর্জন করেছেন। টি-টোয়েন্টিতে (T-20) অর্ধশতকের (Half Century) ইনিংসের ক্ষেত্রে তিনি দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। পাশাপাশি তিনি এখন ক্রিকেটের এই ফর্ম্যাটে ওপেনার (Opener) হিসাবে সর্বোচ্চ ৫০-এর বেশি রানের ইনিংস খেলা ক্রিকেটার।
বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম বৃহস্পতিবার রাতে বিরাটময় হয়ে উঠেছিল। তাঁর ব্যাট থেকে এসেছে ৪২ বলে ৭০ রান। হাঁকিয়েছেন আটটি চার ও দুই ছক্কা। চলতি মরশুমে এটি তাঁর পঞ্চম অর্ধশতক। রাজস্থানের বিরুদ্ধে ৫০ রান করতে বিরাট নিয়েছেন মাত্র ৩২ বল। এটি তাঁর আইপিএল কেরিয়ারের ৬০তম অর্ধশতক।
বৃহস্পতিবার কিং কোহলি ভেঙে দিয়েছেন বাবর আজমের একটি (Babar Azam) রেকর্ড। ওপেনার হিসাবে বিরাটের ঝুলিতে এখন ৬২টি অর্ধশতক রয়েছে। যেখানে প্রাক্তন পাক অধিনায়ক বাবর আজম ওপেনার হিসাবে টি-টোয়েন্টিতে ৬১ বার ৫০-এর বেশি রানের ইনিংস খেলেছেন। এই তালিকার তিন নম্বরে থাকা ক্যারিবিয়ান ওপেনার ক্রিস গেইলের (Chris Gayle) অর্ধশতক সংখ্যা ৫৭। ৫৫টি অর্ধশতক নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার।
বৃহস্পতিবার কোহলি আরও একটি রেকর্ড গড়েছেন। কোহলি এখন টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বোচ্চ ৫০+ স্কোর করা দ্বিতীয় ব্যাটসম্যান। এই ক্ষেত্রে তিনি ক্রিস গেইলকে ছাড়িয়ে গিয়েছেন। দ্য ইউনিভার্সাল বস গেইল ১১০ বার ৫০+ স্কোর করেছিলেন। যেখানে বিরাট কোহলি ১১১ বার টি-টোয়েন্টিতে ৫০-এর বেশি রান করেছেন। এই তালিকার শীর্ষে অবশ্য রয়েছেন ডেভিড ওয়ার্নার ১১৭টি অর্ধশতক নিয়ে। আর চতুর্থ স্থানে থাকা বাবর আজমের অর্ধশতক সংখ্যা ১০১।