শেষ আপডেট: 30th November 2024 12:09
দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেটপ্রেমীদের কাছে শাহরুখ খান মানেই যেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) সঙ্গে জড়িয়ে থাকা একটি নাম। কিন্তু মজায় বিষয় হল, আইপিএলে শাহরুখের প্রথম পছন্দ নাকি কেকেআর ছিল না! সম্প্রতি আইপিএলের অন্যতম উদ্যোক্তা ললিত মোদি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন শাহরুখের প্রথম পছন্দ ছিল দেশের পশ্চিম উপকূলের শহরের একটা টিম। পূর্ব উপকূলের নয়।
মুম্বাই ইন্ডিয়ান্স থেকে কেকেআর
ললিত মোদি বলেন, “শাহরুখের প্রথম পছন্দ ছিল মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু মুকেশ আম্বানি সেই ফ্র্যাঞ্চাইজির মালিকানা নিয়ে নেন। এরপর শাহরুখ তার দ্বিতীয় পছন্দ হিসেবে কলকাতা নাইট রাইডার্সকে বেছে নেন।”
শাহরুখের অবদান
শুধু দলের মালিক হওয়াই নয়, ললিতের মতে শাহরুখ খান তাঁর অনন্য স্টাইল এবং উপস্থিতি দিয়ে আইপিএলকে বিনোদনের নতুন মাত্রা দিয়েছেন। ললিত মোদি বলেন, “শাহরুখের অবদান শুধু দলের জন্য নয়, গোটা আইপিএলের জন্যই অসাধারণ। তিনি মাঠে মহিলাদের, শিশুদের টেনে এনেছেন, স্টেডিয়ামগুলোকে একেবারে উৎসবের মঞ্চ বানিয়ে তুলেছেন। তাঁর কারণেই আইপিএল শুধু খেলা নয়, বিনোদনের অন্যতম বড় প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।”
কেকেআরের সাফল্যের গল্প
২০০৭ সালে শাহরুখ খান, জুহি চাওলা এবং জয় মেহতা মিলে ৫৭০ কোটি টাকায় কলকাতা নাইট রাইডার্স কিনেছিলেন। সেই থেকে শুরু তাঁদের যাত্রা। তিনবার আইপিএল শিরোপা জিতে কেকেআর এখন অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি। ২০১২, ২০১৪ এবং ২০২৪—এই তিন বছরে কেকেআর শিরোপা তুলে নিয়ে প্রমাণ করেছে, তাঁরা শুধুই একটা দল নয়; কলকাতার গর্ব।
কেকেআরের ভবিষ্যৎ পরিকল্পনা
এই বছর দলে নতুন মুখ আনতে এবং ভারসাম্য বজায় রাখতে কেকেআর নিলামের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল। শাহরুখ খানের নেতৃত্বে দলটি মাঠ এবং বিনোদন দুই ক্ষেত্রেই সেরা পারফর্ম করার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে। শাহরুখ খানের কেকেআর শুধু একটা ক্রিকেট দল নয়, বাংলার মানুষের অনেকেরই আবেগের অংশ। প্রত্যেক সাফল্য এবং প্রতিটি ব্যর্থতা এই দলকে বাংলার মানুষের আরও কাছাকাছি নিয়ে এসেছে।