শেষ আপডেট: 22nd March 2025 21:01
দ্য ওয়াল ব্যুরো: শনিবার ইডেন গার্ডেন্সের ঝলমলে মঞ্চে শাহরুখ খান যখন মাইক হাতে নিলেন, তখনই বোঝা গিয়েছিল, একটা বিশেষ মুহূর্ত আসতে চলেছে। শ্রেয়া ঘোষাল ও করণ অউজলার সুর, দিশা পাটানির পারফরম্যান্সের পর মঞ্চে উঠে কিং খান ডেকে নিলেন এক বিশেষ অতিথিকে। আর তারপরই ইডেন গর্জে উঠল, "কোহলি, কোহলি, কোহলি!"
শাহরুখ বললেন, "আইপিএলের শুরুর দিন থেকে যে ক্রিকেটার একই দলে খেলছে, সে একমাত্র ওজি।" আরসিবির প্রতি তাঁর অটুট ভালবাসার প্রশংসা করেই কিং খানের এই ঘোষণা। গ্যালারির উন্মাদনা তখন তুঙ্গে! এরপর শাহরুখ বলেন, "বিরাট, তুমি এত বড় অনুপ্রেরণা! আমি রাত জেগে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ দেখেছি, শুধু তোমার ব্যাটিং দেখার জন্য। আমি ভাগ্যবান, তোমার পাশে দাঁড়িয়ে আছি। তবে এখন ক্রিকেটও খেলতে হবে!"
শাহরুখের প্রশংসা শুনে কোহলি মুচকি হেসে পাল্টা বললেন, "শাহরুখ ভাই, ধন্যবাদ এত সুন্দর পরিচয়ের জন্য! নতুন প্রজন্ম উঠে আসছে ঠিকই, তবে পুরনো প্রজন্মও ম্যাচ জেতানোর জন্য তৈরি আছে। আশা করছি, আমরা সমর্থকদের আরও কিছু স্মরণীয় মুহূর্ত উপহার দিতে পারব।"
কোহলির কথায় যেন স্পষ্ট ইঙ্গিত, অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের পর যে সমালোচনা উঠেছিল, তা ভুল প্রমাণ করতে তিনি তৈরি। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর আত্মবিশ্বাসে টগবগ করছে কোহলি, আর সেটাই যেন ফুটে উঠল আইপিএলের উদ্বোধনী মঞ্চে।