দিল্লির শুরুটা যতটাই ভাল হয়েছিল ততটাই খারাপ শুরু করেছিল মুম্বই। কিন্তু একবার জয়ের রাস্তা খুঁজে পাওয়ার পর থেকেই ধারাবাহিকতা দেখাতে শুরু করে হার্দিক পান্ডিয়া ব্রিগেড।
সংগৃহীত ছবি
শেষ আপডেট: 22 May 2025 00:07
দ্য ওয়াল ব্যুরো: শুরুটা দুরন্ত হলেও শেষ রক্ষা হল না দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals)। গুরুত্বপূর্ণ ম্যাচে রান পেলেন না লোকেশ রাহুলরা। এবারও আইপিএল থেকে খালি হাতেই ফিরতে হল দিল্লিকে।
দিল্লির শুরুটা যতটাই ভাল হয়েছিল ততটাই খারাপ শুরু করেছিল মুম্বই। কিন্তু একবার জয়ের রাস্তা খুঁজে পাওয়ার পর থেকেই ধারাবাহিকতা দেখাতে শুরু করে হার্দিক পান্ডিয়া ব্রিগেড। দিল্লিকে হারিয়ে আইপিএলের প্লে অফে (Play off) পাঁচবারের চ্যাম্পিয়নরা।
হারলেই বিদায়। আর জিতলে তাকিয়ে থাকতে হত পাঞ্জাব কিংসের ম্যাচের দিকে। দিল্লি ক্যাপিটালসের সমীকরণটা ছিল এরকমই। কিন্তু বুধবার মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) কাছে ৫৯ রানে হেরে বিদায় নিতে হল তাদের।
টসে জিতে মুম্বইকে ব্যাট করতে পাঠায় দিল্লি। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮০ রান করে মুম্বই। সূর্যকুমার যাদব ৪৩ বলে ৭৩ রানে অপরাজিত থাকেন। শেষদিকে ক্যামিও ইনিংস খেলেন নমন ধীর। আট বলে ২৪ রান করেন তিনি।
জবাবে ব্যাট করতে নেমে দিল্লির কোনও ব্যাটারই বোল্ট, বুমরাহদের সামনে স্বাচ্ছন্দ ছিলেন না। লোকেশ রাহুল ফেরেন মাত্র ১১ রান করে। ডুপ্লেসিস ও অভিষেক পোড়েল দু'জনেই আউট হন ৬ রানে। ডিসির হয়ে সর্বোচ্চ রান করেন সমীর রিজভি (৩৯)। দিল্লি ১৮.২ ওভারে ১২১ রানে গুটিয়ে যায়। এই জয়ে প্লে-অফ নিশ্চিত হল মুম্বইয়ের।
বেঙ্গালুরু, পাঞ্জাব, গুজরাতের পর চতুর্থ দল হিসাবে প্লে অফ নিশ্চিত করল মুম্বই।