শেষ আপডেট: 11th March 2025 17:03
দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ আইপিএল টুর্নামেন্টের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আগামী ২২ মার্চ থেকে এই টুর্নামেন্ট শুরু হবে। এই টুর্নামেন্টে মোট ৭৪ ম্যাচ খেলা হবে। এরমধ্যে গ্রুপ পর্যায়ে খেলা হবে ৭০ ম্য়াচ। এছাড়া চারটে ম্যাচ প্লে-অফ পর্বে খেলা হবে। এই টুর্নামেন্টে উদ্বোধনী ম্য়াচে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে। এই ম্যাচটা কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজন করা হবে। গ্রুপ পর্বের শেষ ম্য়াচটি আগামী ১৮ মে খেলা হবে।
ভারতীয় ক্রিকেট সমর্থকরা এই টুর্নামেন্টের সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখতে পাবেন। স্পোর্টস-১৮ ওয়ানেও আপনারা এই টুর্নামেন্টের লাইভ টেলিকাস্ট উপভোগ করতে পারেন। এছাড়া জিও হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে এই টুর্নামেন্টের লাইভ স্ট্রিমিং দেখতে পাওয়া যাবে। তবে লাইভ স্ট্রিমিং দেখার জন্য ভারতীয় ক্রিকেট সমর্থকদের টাকা খরচ করতে হবে। জিও হটস্টারের মোবাইল প্ল্যান অনুসারে তিন মাসে ১৪৯ টাকা দিতে হবে।
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি সবেমাত্র শেষ হয়েছে। ফাইনাল ম্য়াচে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে টিম ইন্ডিয়া। খুব শীঘ্রই ভারতীয় ক্রিকেটাররা নিজেদের ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেবেন। এই বছর আইপিএল টুর্নামেন্ট ১৮ বছর পা রাখতে চলেছে। গোটা টুর্নামেন্ট জুড়ে মোট ৭৪ ম্য়াচ খেলা হবে। আগামী ২৫ মে এই টুর্নামেন্টের ফাইনাল ম্য়াচ আয়োজন করা হবে। আগামী ২০ মে হায়দরাবাদে প্রথম কোয়ালিফায়ার ম্য়াচ আয়োজন করা হচ্ছে। ২১ মে এলিমিনেটর ম্যাচও হায়দরাবাদেই খেলা হবে। ২৩ মে কলকাতার ইডেন গার্ডেন্সে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্য়াচ আয়োজন করা হবে। এরপর ফাইনাল ম্য়াচও ক্রিকেটের নন্দনকাননে আয়োজন করা হবে।
ইতিমধ্যে দেশের প্রত্যেকটা স্টেডিয়ামই সেজে উঠেছে। আগামী ২২ তারিখ থেকে আইপিএল টুর্নামেন্টের রোমাঞ্চ শুরু হয়ে যাবে। আপাতত সবথেকে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের জন্য প্রস্তুত হয়ে যান। গত মরশুমে কলকাতা নাইট রাইডার্স আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। এই মরশুমে কোন দল চ্যাম্পিয়ন হয়, সেদিকেই গোটা দেশ আপাতত তাকিয়ে রয়েছে। কারণ মেগা অকশনের পর প্রত্যেকটা দলই নিজেদের খোলনলচে একেবারে বদলে ফেলেছে। নতুন অধিনায়ক এসেছেন। নতুনভাবে দলগঠণ হয়েছে। ২০২৫ সালে কোন দল খেতাব নিজেদের হাতে তোলে, সেটাই আপাতত দেখার।