বৃষ্টির কারণে বাতিল হল বেঙ্গালুরু-কলকাতা আইপিএল ম্যাচ। এক পয়েন্টে সন্তুষ্ট থাকতে হল দুই দলকে। প্লে-অফের দৌড় থেকে ছিটকে পড়ল কেকেআর।
বাতিল হল বেঙ্গালুরু-কলকাতা আইপিএল ম্যাচ
শেষ আপডেট: 17 May 2025 23:16
দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে শনিবার সন্ধ্যায় আইপিএল ২০২৫-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। প্রথম ইনিংস পর্যন্ত খেলা হলেও প্রবল বৃষ্টির কারণে ম্যাচটি শেষপর্যন্ত বাতিল ঘোষণা করা হয়। ফলত এক পয়েন্ট করেই সন্তুষ্ট থাকতে হল দুই দলকে। কলকাতার জন্য এটি ছিল প্লে-অফে ওঠার শেষ সুযোগ, যা হাতছাড়া হয়ে গেল।
টস জিতে প্রথমে ব্যাট করে আরসিবি ১৭ ওভারে ১৫৯/৪ রান তোলে। অধিনায়ক ফাফ ডু প্লেসি ও বিরাট কোহলি দলকে দারুণ শুরু এনে দেন। কোহলি এদিন ফের ব্যাট হাতে আস্থার প্রতীক হয়ে ওঠেন। তবে ইনিংসের মাঝপথে শুরু হওয়া বৃষ্টি আর থামেনি। দীর্ঘ অপেক্ষার পর রাত সাড়ে ১০টা নাগাদ ম্যাচ বাতিল ঘোষণা করা হয়।
এই ফলাফলের ফলে ১৩ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে কলকাতার প্লে-অফে ওঠার সব সম্ভাবনা শেষ হয়ে গেল। আরসিবি যদিও লিগ তালিকার শীর্ষেই রয়েছে, তবে এখনও তাদের নামের পাশে 'কোয়ালিফায়েড' ট্যাগ যুক্ত হয়নি।
বিরাট কোহলিকে দেখতে চিন্নাস্বামীতে হাজির ছিলেন হাজার হাজার দর্শক। সদ্য টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া কোহলির ব্যাটিং উপভোগ করলেও, দ্বিতীয় ইনিংসের অপেক্ষায় থাকা সমর্থকরা বৃষ্টির কবলে হতাশ হয়ে ফিরলেন। আর কলকাতার আইপিএল অভিযান থেমে গেল এই বৃষ্টিভেজা সন্ধ্যায়।