পার্ক হায়াত হোটেলে আগুন
শেষ আপডেট: 14th April 2025 17:30
দ্য ওয়াল ব্যুরো: রাহুর দশা কাটিয়ে জয়ের সরণিতে ফিরেছে সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে ফের ঝড় তুলে অভিষেক শর্মা হায়দরাবাদকে জয় এনে দিয়েছন। বেশ একটা ফুরফুরে পরিবেশ ছিল এসআরএইচ শিবিরে। এর মধ্যেই ঘটে গেল দুর্ঘটনা। বানজারা হিলসের পার্ক হায়াত হোটেলের (Park Hayat Hotel) তিন তলায় ছিলেন সানরাইজার্স হায়দরাবাদের ক্রিকেটাররা। আর সেই হোটেলে সোমবার ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ডের (Fire) ঘটনা। অবশ্য ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই সরিয়ে নেওয়া হয় হায়দরাবাদ টিমকে। তাঁরা সুরক্ষিত রয়েছেন বলেই জানা গিয়েছে।
বিলাসবহুল ওই হোটেলটির তিন তলায় রয়েছে স্পা। সেখানেই আগুন লাগে বলে জানা গিয়েছে। আগুন লাগার সঙ্গে সঙ্গে দমকলে খবর দেন হোটেলেরই এক কর্মী। দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের পাঁচটি ইঞ্জিন। দমকল কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন নিয়ন্ত্রণে এলেও গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে ছিল বেশ কিছু সময়।।
জানা গিয়েছে, আগুন লাগার পরই বেজে ওঠে ফায়ার বেল। আতঙ্কিত হয়ে পড়েন হায়দরাবাদের ক্রিকেটাররা। তবে বিপদ ঘটার আগেই তাঁদের হোটেলের বাইরে সরিয়ে নিরাপদ স্থানে রাখা হয়। নিজামের শহরের ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের ক্রিকেটাররা সুরক্ষিত রয়েছেন।
আগুন লাগার বিষয়ে পার্ক হায়াত হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, হোটেলের সকলেই নিরাপদে রয়েছেন, কারও কোনও ক্ষতি হয়নি। ইতিমধ্যে কী কারণে আগুন লেগেছে, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।