শেষ আপডেট: 13th March 2025 14:45
দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ আইপিএল টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই দিল্লি ক্যাপিটালস বড়সড় ধাক্কা খেয়েছে। আর সেই ধাক্কা দিয়েছেন ইংল্যান্ডের বিধ্বংসী ব্যাটার হ্যারি ব্রুক। তিনি যে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলতে নামবেন, তা মোটামুটি নিশ্চিত ছিল। আর সেকারণেই দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি তাঁকে ৬.২৫ কোটি টাকার বিনিময়ে দলে নিয়েছিল। কিন্তু, আচমকাই বেঁকে বসেছেন তিনি। আইপিএল টুর্নামেন্ট থেকে নিজের নাম প্রত্যাহার করার পাশাপাশি জানিয়ে দিয়েছেন খেলতে পারবেন না। এই সিদ্ধান্ত গ্রহণের পর আইপিএল কমিটি তাঁকে নির্বাসিত করতে পারে।
আসলে, আইপিএল টুর্নামেন্টের একটি নিয়মে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, যদি কোনও বিদেশি ক্রিকেটার টুর্নামেন্ট শুরুর আগেই জানিয়ে দেয় যে খেলতে পারবে না, তাহলে এই টুর্নামেন্টে তাঁকে ২ বছরের জন্য নির্বাসিত করা হতে পারে। আশা করা হচ্ছে, হ্যারি ব্রুক নাম প্রত্যাহার করার পর ভারতীয় ক্রিকেটার সরফরাজ খানের ভাগ্যের চাকা ঘুরতে পারে। প্রসঙ্গত, এবারের মেগা অকশনে কোনও ফ্র্যাঞ্চাইজি সরফরাজ খানের প্রতি আগ্রহ প্রকাশ করেনি। এবার দিল্লি ক্যাপিটালসে তাঁর 'ঘর ওয়াপসি' হতে পারে।
কিন্তু, আসন্ন আইপিএল মরশুমে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দেবেন কে? ইতিপূর্বে, আশা করা হয়েছিল যে কেএল রাহুলের হাতে এই অধিনায়কত্ব তুলে দেওয়া হতে পারে। তবে সূত্রের খবর, রাহুলই নাকি অধিনায়কত্ব নিতে নিমরাজি। এই পরিস্থিতিতে শোনা যাচ্ছে, অক্ষর প্যাটেলের হাতে এই অধিনায়কত্ব তুলে দেওয়া হতে পারে।
প্রসঙ্গত, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে অক্ষর যথেষ্ট নজরকাড়া পারফরম্যান্স করেছিলেন। তাঁর অলরাউন্ড দক্ষতার দিকে তাকিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ইতিপূর্বে অক্ষর একটি ম্য়াচে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দিয়েছিলেন। একটি ম্যাচে স্লো ওভার রেটের কারণে দিল্লি ক্যাপিটালসের প্রাক্তন অধিনায়ক ঋষভ পন্থকে নির্বাসিত করা হয়েছিল। সেই ম্যাচে অক্ষর দায়িত্ব সামলেছিলেন।