চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
শেষ আপডেট: 28th March 2025 15:46
দ্য ওয়াল ব্যুরো: আজ, শুক্রবার (২৮ মার্চ), চেন্নাইয়ের এম.এ. চিদাম্বরম স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস (CSK) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। দুই দলই তাদের প্রথম ম্যাচে জয় পেয়েছে, ফলে আত্মবিশ্বাস তুঙ্গে। আরসিবি কলকাতা নাইট রাইডার্সকে ইডেনে সাত উইকেটে হারিয়েছে, অন্যদিকে সিএসকে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েছে চার উইকেটে।
তাই এই ম্যাচেও আগের জয়ী একাদশেই ভরসা রাখতে পারে দুই দল। তবে একটা গুরুত্বপূর্ণ তথ্য হল, গত ১৭ বছরে চিপকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কখনোই চেন্নাই সুপার কিংসকে হারাতে পারেনি।
চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ
সম্ভাব্য একাদশের দিকে তাকালে দেখা যাচ্ছে, চেন্নাই সুপার কিংসের (CSK) হয়ে ওপেন করতে পারেন রুতুরাজ গায়কোয়াড় ও ডেভন কনওয়ে। মিডল অর্ডারে থাকবেন রাহুল ত্রিপাঠী, শিবম দুবে, দীপক হুডা, এবং অলরাউন্ডার স্যাম কারেন। উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে মাঠে নামবেন এম.এস. ধোনি। বোলিং বিভাগ সামলাবেন রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, খলিল আহমেদ এবং মাথিশা পাথিরানা। ইমপ্যাক্ট সাব হিসেবে রাচিন রবীন্দ্র বা নূর আহমেদকে ব্যবহার করতে পারে চেন্নাই।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সম্ভাব্য একাদশ
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) হয়ে ওপেন করবেন বিরাট কোহলি ও ফিল সল্ট। মিডল অর্ডারে থাকবেন অধিনায়ক রজত পাতিদার, লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা, এবং টিম ডেভিড। অলরাউন্ডার হিসেবে খেলবেন ক্রুনাল পান্ডিয়া। পেস বোলিং সামলাবেন রাসিখ সালাম, ভুবনেশ্বর কুমার, লুঙ্গি এনগিদি এবং যশ দয়াল। ইমপ্যাক্ট সাব হিসেবে সুয়াশ শর্মাকে ব্যবহার করতে পারে বেঙ্গালুরু।
সম্পূর্ণ স্কোয়াড কেমন?
সম্পূর্ণ স্কোয়াডের দিকে নজর দিলে, সিএসকের দলে রুতুরাজ গায়কওয়াড়, এম.এস. ধোনি, রবীন্দ্র জাদেজা, শিভম দুবে, মাথিশা পাথিরানা, নূর আহমেদ, রবিচন্দ্রন অশ্বিন, ডেভন কনওয়ে, খলিল আহমেদ, রাচিন রবীন্দ্র, রাহুল ত্রিপাঠী, বিজয় শঙ্কর, স্যাম কারান, শাইক রশিদ, দীপক হুডা-সহ আরও অনেক ক্রিকেটার আছেন। অন্যদিকে, আরসিবির স্কোয়াডে রয়েছেন রজত পাতিদার, বিরাট কোহলি, যশ দয়াল, জশ হ্যাজলউড, ফিল সল্ট, লিয়াম লিভিংস্টোন, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, সুয়াশ শর্মা, রোমারিও শেফার্ড, দেবদত্ত পাদিক্কাল, লুঙ্গি এনগিদি-সহ অন্যান্য খেলোয়াড়।
এই ম্যাচে বিশেষ নজর থাকবে কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের দিকে। সিএসকের হয়ে রাহুল ত্রিপাঠী ইমপ্যাক্ট সাব হিসেবে মাঠে নামতে পারেন, আবার সুস্থ হয়ে ফেরা কমলেশ নাগরকোটিও দলে আসতে পারেন। অন্যদিকে, সিএসকের ব্যাটিং লাইনআপে বেশ কয়েকজন বাঁহাতি ব্যাটসম্যান থাকায়, আরসিবির হয়ে ভুবনেশ্বর কুমার গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন।
চিপকের মাটিতে দীর্ঘদিন পর মুখোমুখি হচ্ছে দুই দল, তাই উত্তেজনা চরমে। দেখা যাক, চেন্নাই তাদের জয়রথ অব্যাহত রাখতে পারে নাকি বেঙ্গালুরু অবশেষে ১৭ বছরের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ে!