শেষ আপডেট: 14th April 2025 13:58
দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ আইপিএলে (IPL 2025) ইতিমধ্যে ছ’টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের (CSK)। এর মধ্যে জয় মাত্র একটিতে। ২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের লাস্ট বয় সিএসকের সমস্যা আরও বেড়েছে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াডের চোট। পাশাপাশি এখনও ফর্ম হাতড়ে বেড়াচ্ছেন রাচিন রবীন্দ্র, ডেওন কনওয়ের মতো বিদেশিরা। শিবম দুবেও নিজের কাজ ঠিকমতো করতে পারছেন না। অধিনায়কের আর্মব্যান্ড আবার উঠেছে মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) হাতে। কিন্তু ৪৩ বছরের মাহির পক্ষে আর একার কাঁধে দলকে জেতানো সম্ভব নয়। ব্যাটিং সমস্যা প্রকট হওয়ায় রুতুরাজ গায়কোয়াড়ের (Ruturaj Gaikwad) পরিবর্তে সিএসকের নজরে এখন ১৭ বছর বয়সি মুম্বই ওপেনার।
অবশেষে রুতুরাজ গায়কোয়াড়ের বিকল্প খুঁজে পেল পাঁচবারের চ্যাম্পিয়নরা। অধিনায়ক রুতুরাজ কনুইতে হেয়ারলাইন ফ্র্যাকচারের কারণে ২০২৫ সংস্করণ থেকে ছিটকে পড়েছেন। রুতুর পরিবর্তে দক্ষিণের এই ফ্র্যাঞ্চাইজি পৃথ্বী শকে বদলি হিসাবে ডাকতে পারে কি না তা নিয়ে অনেক গুঞ্জন চলছে। আইপিএল মেগা নিলামে অবিক্রিত পৃথ্বীর সিএসকে যোগদান নিয়ে গুজব বাস্তবে পরিণত হল না। এবার চেন্নাইয়ের নজরে ১৭ বছর বয়সি মুম্বইয়ের ওপেনার আয়ুষ মাহাত্রে (Ayush Mhatre)। তিনিই আইপিএল ২০২৫ মরসুমের বাকি অংশের জন্য সিএসকে দলে যোগ দেবেন বলে সূত্র মারফত জানা গিয়েছে।
সিএসকের পরবর্তী ম্যাচ রয়েছে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচ রয়েছে আজই। এই ম্যাচের ক্ষেত্রে লখনউ যাওয়ার জন্য আয়ুষ মাহাত্রের কাছে পর্যাপ্ত সময় নেই। তবে, ২০ এপ্রিল, ২০২৫ তারিখে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে আয়ুষ দলে থাকতে পারেন বলে জানা গিয়েছে।
এর আগে, সিএসকে ম্যানেজমেন্ট মাহাত্রেকে ট্রায়ালের জন্য চেন্নাই যেতে বলেছিল। ট্রায়ালে সাপোর্ট স্টাফদের মন জিতে নিয়েছিলেন ১৭ বছরের তরুণ মুম্বইকর। তখনই মোটামুটি ঠিক হয়ে গিয়েছিল চেন্নাই শিবিরে তাঁর যোগদান পর্ব। মুম্বই ক্রিকেট মহলে আয়ুষকে এখন উদীয়মান তারকা হিসাবেই দেখা হচ্ছে। তিনি ৯টি প্রথম শ্রেণির ম্যাচে ৫০৪ রান করেছেন। এখন দেখার আয়ুষের যোগদানে সিএসকে শিবিরে বাড়তি অক্সিজেন যুক্ত হয় কি না।