Date : 16th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
IndiGo Flight: মাঝ আকাশে বিকল ইঞ্জিন, মুম্বইয়ে জরুরি অবতরণ দিল্লি-গোয়া ইন্ডিগো বিমানেরবোয়িং ৭৮৭ বিমানগুলির 'ফুয়েল কন্ট্রোল সুইচ'-এ ত্রুটি নেই, সবরকম পরীক্ষা করে জানাল এয়ার ইন্ডিয়াগোপালগঞ্জ কিলিং: আওয়ামী লিগ কর্মীদের উপর গুলি বর্ষণে সেনা-পুলিশকে বাহবা দিলেন ইউনুসমিশন শেষে ঘরে ফিরছেন শুভাংশু, স্বামীর পছন্দের রান্না করবেন কামনা, একসঙ্গে সময় কাটানোর অপেক্ষাবঙ্গবন্ধুর মাজার ভাঙতে না পেরে আওয়ামী লিগ কর্মীদের খুন করেছে ইউনুস বাহিনী, অভিযোগ হাসিনার'প্রাথমিক চিকিৎসা পেলে ছেলেকে মরতে হত না', নিকোপার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে বিস্ফোরক মৃতের বাবাকবি সুভাষ-দক্ষিণেশ্বর রুটে ফের মেট্রো বিভ্রাট! ভোগান্তি অফিস ফেরত যাত্রীদের শীঘ্রই চূড়ান্ত হতে পারে আমেরিকা-ভারত বাণিজ্য চুক্তি, ইতিবাচক ইঙ্গিত ট্রাম্পের'বাঙালি হওয়া, বাংলা বলা যেন এখন এক অপরাধ!' এক্সক্লুসিভ ইন্টারভিউয়ে বললেন গর্গ চ্যাটার্জীমায়েদের ভাব ছিল না কিন্তু মেয়েরা দুই বান্ধবী, সুপ্রিয়ার মেয়ের জন্মদিনে সুচিত্রার কন্যা
Samson-Dravid

IPL 2025: অশান্তির কালো মেঘ! কী হল দ্রাবিড়-সঞ্জুর মধ্যে, দেখুন ভাইরাল ভিডিও

একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে সঞ্জু রাহুল দ্রাবিড়ের কথা উপেক্ষা করছেন। ভক্তদের দাবি, রাজস্থান রয়্যালস এবং সঞ্জুর মধ্যে সবকিছু ঠিকঠাক চলছে না। তবে এর মধ্যে কতটা সত্যতা আছে তা বলা কঠিন।

IPL 2025: অশান্তির কালো মেঘ! কী হল দ্রাবিড়-সঞ্জুর মধ্যে, দেখুন ভাইরাল ভিডিও

সঞ্জু স্যামসন-রাহুল দ্রাবিড়

শেষ আপডেট: 18 April 2025 09:38

দ্য ওয়াল ব্যুরো: রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) শিবিরে কি অশান্তির কালো মেঘ! অধিনায়ক সঞ্জু স্যামসন(Sanju Samson) ও হেডস্যার রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) মধ্যে কি কোনও বিরোধ (Conflict) চলছে! আসলে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral Video) হচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে সঞ্জু রাহুল দ্রাবিড়ের কথা উপেক্ষা করছেন। ভক্তদের দাবি, রাজস্থান রয়্যালস এবং সঞ্জুর মধ্যে সবকিছু ঠিকঠাক চলছে না। তবে এর মধ্যে কতটা সত্যতা আছে তা বলা কঠিন।

আসলে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটি রাজস্থান রয়্যালস এবং দিল্লি ক্যাপিটালসের ম্যাচের। ভিডিওতে প্রধান কোচ রাহুল দ্রাবিড়কে সাপোর্ট স্টাফ এবং খেলোয়াড়দের সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে। তারপর ক্যাপ্টেন স্যামসন সেখান থেকে চলে যান। এই ভিডিওটি সুপার ওভারের আগের। এখন নেটিজেনরা দাবি করছেন, দলে হয়তো সবকিছু ঠিকঠাক চলছে না। এগুলি মতবিরোধের-ই পরিচয় দিচ্ছে।

আইপিএল ২০২৫-এর প্রথম সুপার ওভারটি হয়েছিল ১৬ এপ্রিল বুধবার, যখন রাজস্থান রয়্যালস ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৮৮ রান করেছিল। এর আগে, দিল্লি ক্যাপিটালসও নির্ধারিত ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৮৮ রান করে। ম্যাচটি সুপার ওভারে জেতে দিল্লি ক্যাপিটালস।

সুপার ওভারে, রাজস্থান রয়্যালস নিতীশ রানাকে ব্যাট করার সুযোগ দেয়নি। রানা সেই ম্যাচে দুর্দান্ত অর্ধশতকের ইনিংস খেলেছিলেন। সুপার ওভারে রাজস্থানের হয়ে ব্যাট করতে আসেন যশস্বী জয়সওয়াল, শিমরন হেটমায়ার ও রিয়ান পরাগ। এখন টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে। ম্যাচের পর নীতীশ বলেন, এই ধরনের সিদ্ধান্ত একা নেওয়া হয় না। এগুলি অধিনায়ক, কোচ এবং দলের সঙ্গে পরামর্শ করে নেওয়া হয়। যদি সিদ্ধান্তটি সঠিক হত, তাহলে কেউ এটি নিয়ে প্রশ্ন তুলত না। হেটমায়ার ফিনিশার এবং সে আগেও ভাল পারফর্ম করেছে।


ভিডিও স্টোরি