শেষ আপডেট: 22nd March 2025 19:02
দ্য ওয়াল ব্যুরো: আইপিএলের (IPL 2025) ধারাভাষ্য প্যানেলের তালিকা প্রকাশ করেছে বিসিসিআই। ভারতীয় ও আন্তর্জাতিক মিলিয়ে ৫০ জনের বেশি প্রাক্তন ও বর্তমান ক্রিকেটার এবারের আসরে ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করবেন। তবে এই তালিকা থেকে বাদ পড়েছেন ভারতের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান (Irfan Pathan)।
আগের সিজনগুলোয় ধারাভাষ্য দিলেও এবার জায়গা পাননি পাঠান। সূত্রের মতে, কিছু ভারতীয় ক্রিকেটারের অভিযোগের কারণে তাঁকে ধারাভাষ্য প্যানেল থেকে বাদ দেওয়া হয়েছে। অভিযোগ, ধারাভাষ্যে ব্যক্তিগত রোষ থেকে কিছু ক্রিকেটারকে নিয়ে সমালোচনা করেন তিনি। এমনকি এক তারকা ক্রিকেটার নাকি পাঠানের নম্বরও ব্লক করে রেখেছেন।
সংবাদমাধ্যম ‘মাই খেল’-এর সূত্রের দাবি, সম্প্রতি অস্ট্রেলিয়া সফরের সময় এক ক্রিকেটারকে নিয়ে পাঠানের করা সমালোচনা ভালোভাবে নেননি সেই তারকা। বিসিসিআই-ও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেছে। আন্তর্জাতিক ও আইপিএল ম্যাচ চলাকালীন কিছু ক্রিকেটারের সঙ্গে পাঠানের আচরণ নিয়েও অসন্তোষ তৈরি হয়েছিল বোর্ডের অন্দরে।
ধারাভাষ্য প্যানেল থেকে বাদ পড়া ইরফান পাঠানই প্রথম নন। এর আগে সঞ্জয় মঞ্জরেকর ও হর্ষ ভোগলেও ক্রিকেটারদের অভিযোগের মুখে ধারাভাষ্য প্যানেল থেকে বাদ পড়েছিলেন।
২০২০ সালে বিসিসিআইয়ের ধারাভাষ্য প্যানেল থেকে ছিটকে গিয়েছিলেন মঞ্জরেকর। রবীন্দ্র জাদেজাকে ‘বিটস অ্যান্ড পিসেস ক্রিকেটার’ বলার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। ২০১৬ সালে কোনো ব্যাখ্যা ছাড়াই হর্ষ ভোগলেকেও ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।
এবারের আইপিএলের অফিশিয়াল সম্প্রচারক স্টার স্পোর্টস নেটওয়ার্ক, যারা ১০টি ভাষায় ম্যাচ সম্প্রচার করবে। ডিজিটাল প্ল্যাটফর্মের দায়িত্বে থাকছে জিও হটস্টার (IPL 2025 Jio Hotstar)। ন্যাশনাল ফিডের ধারাভাষ্যকারদের তালিকায় থাকছেন সুনীল গাভাস্কার, সঞ্জয় মাঞ্জরেকার, মাইকেল ক্লার্ক, ম্যাথু হেডেন, মার্ক বাউচার, শেন ওয়াটসন, বীরেন্দ্র শেবাগ, হরভজন সিং, শিখর ধাওয়ান, কেইন উইলিয়ামসন ও এবি ডি ভিলিয়ার্স। ওয়ার্ল্ড ফিডে থাকছেন রবি শাস্ত্রী, অ্যারন ফিঞ্চ, ড্যানি মরিসন, ইয়ান বিশপ ও অ্যালান উইলকিনস।