বিরাট কোহলি ও চম্পক
শেষ আপডেট: 30 April 2025 11:32
দ্য ওয়াল ব্যুরো: আইপিএলের (IPL) ১৮তম সংস্করণের সব থেকে বড় চমক 'চম্পক' (Champak)। আবির্ভাবেই নজর কেড়ে নিয়েছে এই এআই রোবট সারমেয় (AI Robot Dog)। ম্যাচ চলাকালীন দর্শকদের ক্রমাগত বিনোদন দিয়ে চলেছে সে। পাশাপাশি ক্রিকেটারদের কাছেও খুবই জনপ্রিয় 'চম্পক'। অনুশীলনের সময় সে ক্রিকেটারদের রীতিমতো নকল করে ড্রিল করে, পুশ-আপ দেয়। নেটিজেনদেরও তুমুল আগ্রহ তাকে নিয়ে। তার প্রচুর ভিডিও ভাইরালও হয়েছে। তবে এবার 'চম্পক'কে নিয়ে দেখা দিল বিতর্ক।
আইপিএলে এআই রোবট কুকুরের নাম 'চম্পক' রাখার বিষয়ে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) কাছে জবাব চেয়েছে দিল্লি হাইকোর্ট (Delhi High Court)। বিখ্যাত শিশুদের ম্যাগাজিন চম্পকের (Child Magazine Champak) আবেদনের শুনানিকালে হাইকোর্ট বিসিসিআইয়ের কাছ থেকে জবাব চেয়েছে। এই ম্যাগাজিনটি এআই রোবট কুকুরের নাম চম্পক রাখার বিষয়ে আপত্তি জানিয়েছে। পাশাপাশি ওই ম্যাগাজিনের প্রকাশক সংস্থার অভিযোগ, এটি ট্রেডমার্ক (Trademark) নিয়মের লঙ্ঘন।
দিল্লি হাইকোর্টের বিচারপতি সৌরভ বন্দ্যোপাধ্যায় বলেন, চম্পক সর্বদাই একটি বিদ্যমান ব্র্যান্ড নাম এবং বিসিসিআইকে চার সপ্তাহের মধ্যে আবেদনের লিখিত জবাব দাখিল করতে হবে। আদালত মামলার পরবর্তী শুনানির দিন ৯ জুলাই নির্ধারণ করেছে।
চম্পক ম্যাগাজিনের প্রকাশক দিল্লি প্রেস পাবলিকেশন্স প্রাইভেট লিমিটেড কর্তৃক আবেদনটি দাখিল করা হয়েছে। এই সংস্থা ১৯৬৮ সাল থেকে চম্পক ম্যাগাজিনটি প্রকাশ করে আসছে।
প্রকাশকের পক্ষে আইনজীবী অমিত গুপ্ত বলেন, রোবট কুকুরের নাম 'চম্পক' রাখা তার নিবন্ধিত ট্রেডমার্কের লঙ্ঘন এবং চম্পক একটি সুপরিচিত ব্র্যান্ড হওয়ায় এর বাণিজ্যিক ব্যবহারও লঙ্ঘন। তবে, বিসিসিআইয়ের পক্ষে উপস্থিত সিনিয়র আইনজীবী জেসাই দীপক আবেদনের বিরোধিতা করেন। তিনি বলেন, চম্পক একটি ফুলের নাম এবং মানুষ রোবট কুকুরটিকে কোনও ম্যাগাজিনের সঙ্গে নয় বরং একটি টিভি সিরিজের একটি চরিত্রের সঙ্গে যুক্ত করছে।
শুনানির সময় বিচারক মৌখিকভাবে বলেন যে, ক্রিকেটার বিরাট কোহলির ডাকনাম 'চিকু', যা চম্পক ম্যাগাজিনের অন্যতম চরিত্র। তিনি জিজ্ঞাসা করেন, কেন প্রকাশক তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেননি? আদালত যখন জিজ্ঞাসা করে যে এটি কীভাবে ট্রেডমার্ক লঙ্ঘন, তখন প্রকাশকের পক্ষে উপস্থিত আইনজীবী বলেন যে আইপিএল একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং এটি বিজ্ঞাপন, বিপণন এবং আয়ের উপর ভিত্তি করে।