শেষ আপডেট: 10th December 2023 12:03
দ্য ওয়াল ব্যুরো: আগামী ১৯ ডিসেম্বর হবে আইপিএলের নিলাম। তারপরই বেজে যাবে ২০২৪ সালের আইপিএলের দামামা। কিন্তু ঠিক কবে থেকে শুরু হবে এই টুর্নামেন্ট তা নিয়ে ধোঁয়াশা শুরু হয়েছিল। কারণ লোকসভা নির্বাচনকে মাথায় রেখেই আইপিএল সূচি বানাতে হবে বিসিসিআই-কে। তবে বোর্ড সচিব জয় শাহ আইপিএল শুরুর দিনক্ষণ সম্পর্কে একটা আভাস দিলেন। সেই সঙ্গে মহিলা প্রিমিয়ার লিগের সূচনার তারিখও জানিয়ে দিলেন তিনি।
শনিবার ছিল মহিলা প্রিমিয়ার লিগের নিলাম। সেই নিলাম শেষ জয় শাহ জানান, আগামী ফেব্রুয়ারি মাসে মহিলা প্রিমিয়ার লিগ হবে। শুধুমাত্র একটি রাজ্যেই হবে এবারের প্রতিযোগিতা। বিশেষ কোনও কারণের জন্য এবার একাধিক রাজ্যে মহিলা প্রিমিয়ার লিগ আয়োজন করা সম্ভব হবে না।
সেইসঙ্গে আইপিএল কবে শুরু হতে পারে তাও জানিয়ে দিলেন জয় শাহ। তাঁর কথায়, মার্চ মাসের শেষের দিকেই শুরু হবে এই আইপিএল। মে মাসের শেষ অথবা জুন মাসের শুরুর মধ্যেই শেষ হয়ে যাবে এই টুর্নামেন্ট। কারণ, জুন মাসেই শুরু হবে টি২০ বিশ্বকাপ। এই টুর্নামেন্ট শুরুর অন্তত ১০ দিন আগে আইপিএল শেষ করতে হবে।
উল্লেখ্য, লোকসভা নির্বাচনের কথা মাথায় রাখতে হচ্ছে আইপিএলের গভর্নিং সংস্থাকে। যদিও নির্বাচন কমিশনের তরফে এখনও লোকসভা ভোটের কোনও তারিখ জানানো হয়নি। তাই আইপিএল শুরুর দিনক্ষণ স্পষ্ট করে বলা সম্ভব হচ্ছে না। ভোটের সময় আইপিএল করানো সম্ভব হবে না। তাই ভোট পর্ব মিটলেই শুরু হবে আইপিএল, এমনই মনে করছেন বিশেষজ্ঞরা।
সূত্রের খবর, এবারের আইপিএল দেশের বাইরে করানোর কথাও ভাবা হচ্ছে। ২০০৯ সালের লোকসভা নির্বাচনের সময়ে একই কারণে দক্ষিণ আফ্রিকাতে আইপিএল অনুষ্ঠিত হয়েছিল। এবারও তেমন কিছু হবে কিনা তা এখনও স্পষ্ট না হলেও জল্পনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।