সল্টের দাপটে বেসামাল লখনউ।
শেষ আপডেট: 14th April 2024 20:04
দ্য ওয়াল ব্যুরো: আন্দ্রে রাসেল ছিলেন, ছিলেন সুনীল নারাইন। আলোচনা ছিল তাঁদের নিয়েই। অধিনায়ক শ্রেয়স আইয়ারের ফর্ম নিয়েও চিন্তায় ছিলেন কলকাতা নাইট রাইডার্স ভক্তরা। শেষ অবধি নববর্ষের বিকেলে লখনউ সুপার-জায়ান্টসের সব হিসেব উল্টেপাল্টে দিলেন একা ফিল সল্ট।
আইপিএলে এই ইংরেজ ক্রিকেটারের যাত্রা শুরু হয় দিল্লি ক্যাপিটালসে। আগের বছর ২ কোটি টাকা দিয়ে তাঁকে কিনেছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি। এই মরসুমে তাঁকে কিনে নেয় কেকেআর। শুরু থেকেই নারাইনের সঙ্গে ওপেনার হিসেবে নিয়মিত খেলছেন সল্ট। আছেন ধারাবাহিক ভাল ফর্মে।
তবে নববর্ষের ইডেনে সল্টের দাপটে মোটামুটিভাবে লখনউয়ের ঝাল-মিষ্টি-টক সবই বেসামাল হয়ে গিয়েছে। মোহনবাগানের আবেগ উস্কে লখনউ নেমেছিল সবুজ মেরুন জার্সিতে। কেকেআরের বিরুদ্ধে লখনউয়ের জয়ের রেকর্ড ঈর্ষণীয়। তিনবার মুখোমুখি হয়ে তিনবারই কলকাতাকে হারিয়েছে লখনউ। বাড়তি চিন্তায় ছিলেন গৌতম গম্ভীর।
কিন্তু কাজে আসেনি কিছুই। কলকাতা ব্যাটে নামতেই যেন বৈশাখের প্রথম দিনেই কালবৈশাখী আছড়ে পড়ল ইডেনে। ৪৭ বলে করে গেলেন অপরাজিত ৮৯। মারলেন চোখ ধাঁধানো ১৪ টা চার, তিনটি ছক্কা। আর কাউকে কিছু ভাবতেই হয়নি। শ্রেয়স আইয়ার গেটকিপারের মত শুধু উইকেট ধরে রাখলেন। ৩৮ বলে করলেন ৩৮। বাকি সবটা জুড়েই শুধু এক অতিমানবীয়, মহারাজসিক ফিল সল্ট। এবারের আইপিএলে ৫ ম্যাচেই তাঁর সম্মিলিত সংগ্রহ ১৯১। আন্দ্রে রাসেল বা রিঙ্কু সিংহকে আর দরকারই পড়ল না নাইটদের।