শেষ আপডেট: 2nd March 2025 13:45
দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যায়নি ভারতীয় ক্রিকেট দল। ব্যাপারটি নিয়ে ইতিমধ্যে যথেষ্ট বিতর্ক হয়েছে। আগেই মুখ খুলেছিলেন পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন স্পিনার সাকলিন মুস্তাক। এবার সেই সুরে সুর মেলালেন আরও এক কিংবদন্তি ক্রিকেটার। তিনি ইনজামাম উল হক। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দিলেন পাকিস্তান ক্রিকেট দলের এই প্রাক্তন অধিনায়ক। তিনি বিশ্বের অন্য ক্রিকেট বোর্ডগুলোর কাছে আবেদন করেছেন, তারা যেন ভারতে আর আইপিএল টুর্নামেন্ট খেলতে না আসে।
সম্প্রতি একটি বিতর্কে জড়িয়ে পড়েছে বিসিসিআই। ইংল্যান্ডের দুই প্রাক্তন ক্রিকেটার নাসের হুসেন এবং মাইক আথারটন অভিযোগ করেছেন যে চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় ক্রিকেট দলকে অতিরিক্ত সুবিধা দেওয়া হচ্ছে। কারণ, টিম ইন্ডিয়াকে শুধুমাত্র একটাই ভেন্যু - দুবাইয়ে খেলতে হচ্ছে।
প্রসঙ্গত, নিরাপত্তার কারণে ভারত সরকার রোহিত শর্মার দলকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য পাকিস্তানে যাওয়ার অনুমতি দেয়নি। পাশাপাশি দুই দেশের মধ্যে একটি রাজনৈতিক টানাপোড়েন তো রয়েইছে। সেকারণে আইসিসি সিদ্ধান্ত নিয়েছে যে ভারতকে তাদের প্রত্যেকটা ম্য়াচ দুবাইয়ে খেলতে হবে।
এই বিতর্কের আগুনে নিজের হাত খানিকটা সেঁকে নিয়েছেন ইনজামাম। তিনি গোটা ক্রিকেট বিশ্বকে আইপিএল বয়কট করার আহ্বান জানিয়েছেন। তিনি মনে করিয়ে দেন যে বিসিসিআই কোনও ক্রিকেটারকে বিদেশি লিগ খেলার অনুমতি দেয় না। কিন্তু, বিদেশি ক্রিকেটাররা হাসিমুখে ভারতে খেলতে আসেন।
পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলে বসে ইনজামাম বললেন, 'চ্যাম্পিয়ন্স ট্রফির কথা না হয় ছেড়েই দিন। বিশ্বের সেরা ক্রিকেটাররা আইপিএল খেলতে আসেন। কিন্তু, কোনও ভারতীয় ক্রিকেটার বিদেশি লিগে অংশগ্রহণ করেন না। সেকারণে ক্রিকেট বিশ্বের প্রত্যেকটা বোর্ডের উচিত আইপিএল টুর্নামেন্টের জন্য ক্রিকেটার না পাঠানো। যদি বিসিসিআই কোনও ক্রিকেটারকে ছাড়তে না পারে, তাহলে অন্য বোর্ডেরও এই একই পদক্ষেপ গ্রহণ করা উচিত।'
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের চুক্তিতে একথা স্পষ্ট উল্লেখ করা রয়েছে যে অবসর গ্রহণের আগে টিম ইন্ডিয়ার কোনও খেলোয়াড় বিদেশি ক্রিকেট লিগে অংশগ্রহণ করতে পারবেন না। এরমধ্যে আইপিএল এবং ঘরোয়া ক্রিকেটও রয়েছে। যদি কেউ এই চুক্তি ভাঙে, তাহলে বিসিসিআই আয়োজিত আর কোনও টুর্নামেন্টে তিনি খেলতে পারবেন না।