Latest News

ইস্টবেঙ্গল ক্লাবের ৭৬ শতাংশ শেয়ার কিনে নিল ইনভেস্টররা

দ্য ওয়াল ব্যুরো : প্রত্যাশিতভাবেই ইস্টবেঙ্গলের নামেই আইএসএলে খেলার জন্য আবেদনপত্র জমা পড়েছে আয়োজক এফএসডিএল (ফুটবল স্পোর্টস ডেভলপমেন্ট লিমিটেড)-র কাছে। সোমবারই ক্লাবের তরফে তাদের ই-মেল করে জানিয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে ১৪ কোটি টাকা ব্যাঙ্ক ট্রান্সফারও করে দেওয়া হয়েছে।

ইনভেস্টর শ্রী সিমেন্টের নামে আইএসএলে নাম নথিভুক্ত করতে গেলে আইনি অনেক সমস্যা রয়েছে। কেননা আগেই ফুটবলারদের চুক্তি হয়ে গিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব প্রাইভেট লিমিটেডের নামে। এবার অন্য কোম্পানি সেই একই চুক্তি করতে পারবে না, সেই নিয়ে জটিলতা তৈরি হবে। সেই হিসেবেই ইনভেস্টরদের পক্ষ থেকে ইস্টবেঙ্গল ক্লাবের নামেই আবেদন করা হয়েছে।

এতদিন ধরে যে জল্পনা চলছিল যে ইস্টবেঙ্গলের নাম বদল করে খেলতে হবে, তা আর সংশয় থাকল না। যদিও ইনভেস্টররা এবার আঁটঘাট বেঁধেই লাল হলুদ ক্লাবের দখল নিয়েছে। শ্রী সিমেন্ট কোম্পানি ইস্টবেঙ্গলের ৭৬ শতাংশ শেয়ার কিনে নিয়েছে, বাকি ২৪ শতাংশ শেয়ার থাকবে ক্লাব কর্তাদের কাছে। তার মানে ভবিষ্যতে ক্লাবের প্রতিনিধিদের কোনও বায়নাক্কা শুনতে রাজি থাকবেন না কোম্পানির আধিকারিকরা।

কেন ইস্টবেঙ্গলের অধিকাংশ শেয়ার কিনে নিল ইনভেস্টররা? তার দুটি কারণ রয়েছে, এক ক্লাবের বেশিরভাগ সিদ্ধান্ত তারাই নিতে পারবে। আগামীবার আইএসএল খেললে কোম্পানির নামে নথিভুক্ত করলে সমস্যা থাকবে না। আর দ্বিতীয়টি এএফসি লাইসেন্সিং প্রক্রিয়ার জন্য। এবার এএফসি লাইসেন্সের জন্য শ্রী সিমেন্টের নাম থাকলেও সেটি গুরুত্ব পাচ্ছিল না, তার কারণ, ফেডারেশনের কাছে ক্লাবের নাম ছিল বলে। পরবর্তীকালে এই আইনি ফাঁক থাকবে না।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ইস্টবেঙ্গল কর্তা সোমবার জানিয়েছেন, ‘‘আমরা তো এটাই চেয়েছিলাম যে নিজেদের নামে আইএসএলে খেলতে পারি, তা হলে এত কথা হচ্ছে কেন? আর যারা দুধ দেবে, তাদের লাথি খেতে সমস্যা কোথায়? এখন আর আগের ইগো নিয়ে থাকলে হবে না।’’ কিন্তু অধিকাংশ শেয়ার কিনে নেওয়ার পরে ক্লাবের হাতে কী পড়ে থাকল, এই প্রশ্নে তিনি সরাসরি কিছু জানাতে পারেননি।
আগামী ২২ সেপ্টেম্বর ফেডারেশনের তরফে ইস্টবেঙ্গল যে আইএসএলে খেলছে, সেটি ঘোষণা করা হবে সরকারিভাবে। তার মানে বাকি পাঁচ শহরের ফ্রাঞ্চাইজিদের কথা বলা হয়েছিল, সেটি যে নাটকীয়ভাবে তোলা হয়েছিল, সেটিও প্রকারান্তরে বুঝিয়ে দেওয়া গিয়েছে। ইস্টবেঙ্গল ইমেলে জানিয়ে দিলেও ১৭ সেপ্টেম্বরের মধ্যে এফএসডিএলের মুম্বাই অফিসে ক্যুরিয়রের মাধ্যমে আবেদনের হার্ডকপি পাঠিয়ে দিতে হবে।

You might also like