এই বিলাসবহুল বাড়ির নাম ‘কৈলাসপতি’। শহরের কোলাহল থেকে দূরে এই বাড়ি তৈরি হয়েছে শান্ত পরিবেশে।
মহেন্দ্র সিং ধোনি
শেষ আপডেট: 14 June 2025 14:09
দ্য ওয়াল ব্যুরো: ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, যাঁকে ভক্তরা ‘মাহি’ নামে চেনেন। ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটের দু'টি ফরম্যাট থেকে অবসর নিলেও এখনও আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন। মাঠে দাপট দেখানোর পাশাপাশি নিজের শহর রাঁচিতে তিনি তৈরি করেছেন এক রাজকীয় বাড়ি, যেখানে স্ত্রী সাক্ষী ও মেয়ে জিভার সঙ্গে থাকেন তিনি।
এই বিলাসবহুল বাড়ির নাম ‘কৈলাসপতি’। শহরের কোলাহল থেকে দূরে এই বাড়ি তৈরি হয়েছে শান্ত পরিবেশে। ঘরের ভেতর ছিমছাম সাজ, হালকা আলো আর ধূসর, হলুদ ও সাদা রঙের ব্যবহার দেখে বোঝা যায় ধোনি ও সাক্ষীর পছন্দ খুবই পরিমিত। বসার ঘরে রয়েছে বড় আকারের আয়না, ফ্ল্যাট-স্ক্রিন টিভি এবং নজরকাড়া একটি নীল রঙের পেইন্টিং।
ধোনির শোবার ঘরটিও খুব আরামদায়কভাবে সাজানো। বাদামি হেডবোর্ড, নরম বিছানা আর সোনালি রঙের সজ্জা ঘরটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এখানেও বিছানার সামনে টিভি লাগানো রয়েছে।
ধোনির যে বাইকের প্রতি আলাদা একটা ভালবাসা আছে, তা প্রায় সবারই জানা। তাই বাড়ির এক পাশে তৈরি হয়েছে দু’তলা গ্যারাজ, যেখানে রয়েছে তাঁর ৭০টিরও বেশি বাইক। এ ছাড়াও বাড়ির বাইরে রয়েছে বড় একটি লন ও কাঠের প্যাটিও। এখানে ধোনি প্রায়শই নিজের পোষ্য কুকুর ও পরিবারের সঙ্গে সময় কাটান। তাঁর ইনস্টাগ্রাম পোস্টেই দেখা যায় সেই সব মুহূর্ত।