Latest News

প্রথম টেস্টে দলের নেতা রাহানে, পরের ম্যাচ থেকে খেলবেন কোহলি

দ্য ওয়াল ব্যুরো: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজ দলে নেই বিরাট কোহলি। এমনকি তিনি প্রথম টেস্টেও খেলবেন না। ভারতকে ওই ম্যাচে নেতৃত্ব দেবেন অজাঙ্কা রাহানে। ২৫ নভেম্বর থেকে শুরু হবে দুই টেস্ট ম্যাচের সিরিজ।

শুক্রবারই ভারতীয় দলের ১৬ সদস্যের দল নির্বাচন হয়েছে। প্রথম টেস্টে দলকে নেতৃত্ব দেবেন রাহানে। দলের সহ নেতা চেতেশ্বর পূজারা। কোহলি ছাড়াও ওই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মা, যশপ্রিৎ বুমরা ও মহম্মদ শামিকে।

টি-টোয়েন্টি সিরিজে দলকে নেতৃত্ব দিলেও গোটা টেস্ট সিরিজে খেলবেন না রোহিত শর্মা। তাঁর পাশাপাশি ঋষভ পন্থকেও দলে রাখা হয়নি।  তাঁর বদলে ঋদ্ধিমান সাহাকেই ফের আরও একবার উইকেটের পিছনে জাতীয় দলের জার্সি গায়ে দেখা যাবে। ব্যাকআপ হিসেবে থাকছেন কেএস ভরত।

ইংল্যান্ড সফরেও তিনি ভারতীয় দলের রিজার্ভদের মধ্যে ছিলেন। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে অন্ধ্রপ্রদেশের এই ক্রিকেটার নিজের জাত চিনিয়েছেন।

শামি, বুমরার অনুপস্থিতিতে প্রথমবার জাতীয় টেস্ট দলে সুযোগ পেয়েছেন কলকাতা নাইট রাইডার্স তথা কর্ণাটকের হয়ে রঞ্জি হয়ে খেলা প্রসিদ্ধ কৃষ্ণও। প্রথমবার টেস্ট দলে রাখা হয়েছে শ্রেয়স আইয়ারকেও। এছাড়া দলে ফিরেছেন জয়ন্ত যাদব এবং চোট সারিয়ে পুনরায় সুযোগ পেয়েছেন শুভমান গিল এবং ঈশান্ত শর্মা।

২০১৬ সালে এক নভেম্বরে ভারতীয় দলে অভিষেক ঘটে জয়ন্তের। ইংল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচে চার উইকেট নেন হরিয়ানার ওই অফস্পিনার। ব্যাট হাতে প্রথম ইনিংসে ৩৫ এবং ২৭ রান করেন। পরের ম্যাচেও চার উইকেট নেন। সেই সঙ্গে ৫৫ রান।

আন্তর্জাতিক মঞ্চে তাঁর প্রথম অর্ধশতরান। বোলার হিসেবে দলে এলেও ব্যাট হাতেও যে তিনি পারদর্শী, সেটা বুঝিয়ে দেন তৃতীয় ম্যাচে। স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসনদের বিরুদ্ধে সেঞ্চুরি করেন জয়ন্ত। ন’নম্বরে নেমে ১০৪ রানের ইনিংস খেলেন।

You might also like