
নীরজের দেখানো পথেই সোনা ফলছে, কেনিয়ায় বিশ্ব অ্যাথলেটিক্স মিটে পদক অমিতের
দ্য ওয়াল ব্যুরো: টোকিও অলিম্পিকে নীরজ চোপড়ার একটা সোনাই ভারতীয় অ্যাথলিটদের তাতিয়ে দিয়েছে। নীরজের জ্যাভলিনে সোনা এসেছিল ১২৫ বছর পরে একক দক্ষতায়। এবার কেনিয়ার নাইরোবিতে অনুর্ধ্ব ২০ বিশ্ব জুনিয়র অ্যাথলেটিক্স মিটে রুপো পেলেন অমিত খাতরি।
শনিবার ১০ কিলোমিটার রেস ওয়াকে রুপো জিতলেন অমিত। সোনাও জিততে পারতেন তিনি, শেষ ল্যাপেই যা পিছিয়ে পড়েছিলেন তিনি। সোনা পান কেনিয়ার হেরিংস্টোন ওয়ানওনি। সেইসময় ড্রিঙ্কস ব্রেকে ছিলেন অমিত, সেটি নিয়েও প্রশ্ন উঠছে।
শেষপর্যন্ত ৪২ মিনিট ১৭.৯৪ সেকেন্ডে রেস শেষ করে রুপো জেতেন অমিত। ৪২ মিনিট ১০.৮৪ সেকেন্ডে সোনা জিতে নেন হেরিংস্টোন। অন্যদিকে, ৪২ মিনিট ২৬.১১ সেকেন্ড শেষ করে ব্রোঞ্জ জিতেছেন স্পেনের পল ম্যাকগ্রাথ।
Medal Moment of #India at #WorldAthleticsU20
Amit Khatri, Silver Medal in 10,000m race walk, time 42:17.94 ✌🏻 pic.twitter.com/ilZDhVf8HK
— Athletics Federation of India (@afiindia) August 21, 2021
চলতি বছরের জানুয়ারিতে জুনিয়র ফেডারেশন কাপে নয়া জাতীয় রেকর্ড তৈরি করেন ভারতের এই উদীয়মান অ্যাথলিট। প্রায় দেড় মিনিট কম সময় করে পরমদীপ মোরের রেকর্ড ভেঙে দেন অমিত। ৪০ মিনিট ৪০.৯৭ সেকেন্ড সময় ১০ কিলোমিটার পার করেছিলেন। যা তাঁর পূর্ববর্তী সেরার সময়ের থেকে প্রায় তিন মিনিট কম ছিল।
Pics for editorial use of media friends.
Amit (Race Walking, Silver Medal at #WorldAthleticsU20, time: 42:17.94) pic.twitter.com/0bK2B950Yr— Athletics Federation of India (@afiindia) August 21, 2021
অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স বিশ্বচ্যাম্পিয়নশিপে ভারত ভালই ফল করছে। ইতিমধ্যে নাইরোবিতে ব্রোঞ্জ জিতেছে ভারতের ৪X৪০০ মিটার মিক্সড রিলে দল। ৩:২০:৬ সময় করেন ভারতীয়রা। যা চলতি মরশুমে ভারতের সেরা পারফরম্যান্স। সেই দলের অন্যতম সদস্য প্রিয়া মোহন মহিলা ৪০০ মিটারের ফাইনালে উঠেছেন। বুধবার তৃতীয় হিটে তৃতীয় স্থানে শেষ করেন। তাঁর সময় ৫৩.৭৯ সেকেন্ড। সার্বিকভাবে চতুর্থ স্থানে থেকে ফাইনালে উঠেছেন তিনি।