ভিনেশ ফোগত
শেষ আপডেট: 7 August 2024 07:39
দ্য ওয়াল ব্যুরো: প্যারিসে স্বপ্নভঙ্গ হল ভিনেশ ফোগতের। বুধবার রাতে অলিম্পিকে সোনা জয়ের লক্ষ্যে নামার কথা ছিল তাঁর। কিন্তু তার আগেই মিলল দুঃসংবাদ। ওজন বেশি হওয়ার জন্য অলিম্পিক্স থেকে ছিটকে গেলেন ভিনেশ।
মহিলাদের ৫০ কেজি বিভাগের ফাইনালে উঠেছিলেন ভিনেশ। কিন্তু এদিন ওজন নেওয়ার সময়ে দেখা যায়, একশো গ্রাম ওজন বেশি রয়েছে তাঁর। আর এই নিয়ম লঙ্ঘন করার জন্য পদক হাতছাড়া হতে চলেছে তারকা কুস্তিগিরের।
প্যারিস অলিম্পিক্সে মঙ্গলবার রুপো নিশ্চিত করে ফেলেছিলেন ভারতীয় কুস্তিগির ভিনেশ ফোগত। দেশের প্রথম মহিলা কুস্তিগির হিসেবে সেমিতে উঠে আগেই নজির গড়েছিলেন তিনি। মঙ্গলবার কিউবার গুজম্যানকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেন ভিনেশ। তাঁর দু' চোখ ভরে ছিল সোনার পদকের স্বপ্ন। দেশবাসীও সেই অপেক্ষায় প্রহর গুনছিলেন।
কিন্তু বুধবার সকালে প্যারিস থেকে উড়ে এল খারাপ খবর। জানা যায়, প্যারিস অলিম্পিক্সে মহিলাদের ৫০ কেজি ফ্রি-স্টাইল কুস্তির ফাইনালে নাও নামতে পারেন ভিনেশ ফোগত। অলিম্পিক থেকে তাঁকে ছেঁটে ফেলা হল। কারণ হিসাবে সামনে আসে, তাঁর ওজন বেড়ে গিয়েছে। তাই তিনি ফাইনালে ডিসকোয়ালিফাই হতে পারেন। নিয়ম অনুযায়ী, ইভেন্টের দুই দিনই প্রতিযোগীর একই ওজন থাকতে হয়। কিন্তু ভিনেশ ফোগতের ১০০ গ্রাম ওজন বেড়ে গিয়েছে। যে কারণে তাঁকে অলিম্পিক থেকে বাদ দেওয়া হয়েছে।
ভিনেশ হলেন সেই তারকা, যিনি একটা সময় দেশের কুস্তিগিরদের সঙ্গে ব্রিজভূষণ কাণ্ডে আন্দোলন করেছিলেন। একইসঙ্গে অলিম্পিক্সের জন্য প্রস্তুতিও চালিয়ে গিয়েছেন তিনি। যা করেননি বজরং পুনিয়া ও সাক্ষী মালিকরা। আর সেই কারণে ওই তারকা কুস্তিগিররা অলিম্পিক্সের ট্রায়ালে ডাক পাননি। যোগ্যতামান পেরতে পারেননি তাঁরা।
ভিনেশ বিপ্লবও করেছেন, নির্যাতিতা বক্সারের পাশেও থেকেছেন। দিনের পর দিন যন্তরমন্তরে ধর্নাও দিয়েছেন, আবার নিভৃতে অলিম্পিক্সের জন্য প্রস্তুতিও সেরেছেন। সেই কারণেই ভিনেশ চলতি গেমসে সাফল্য পেয়েছেন। তিনি মন জয় করে নিয়েছেন দেশবাসীর। কিন্তু শেষ পর্যন্ত প্যারিস অলিম্পিক্সে বড় ধাক্কা খেলেন ভিনেশ ফোগত।