শেষ আপডেট: 19th January 2024 19:05
দ্য ওয়াল ব্যুরো: জার্মানির কাছে হেরে তাও আশা ছিল। কিন্তু শুক্রবার রাঁচিতে মহিলা হকি দলের অলিম্পিক্স যোগ্যতাপর্বের ম্যাচে জাপানের কাছেও হারল দেশের মহিলা হকি দল। খেলার ফল জাপানের পক্ষে ১-০, তাতেই প্যারিস যাত্রার সম্ভাবনা নষ্ট হয়ে গেছে।
এদিনের ম্যাচটি ছিল তৃতীয় স্থান নির্ধারক ম্যাচ। ভারতের মেয়েরা তিনটি কোয়ার্টার পেয়েছিলেন গোল দিয়ে সমতা ফেরানোর। কিন্তু তাঁরা সেই কাজে সফল হতে পারেননি।
৫৮ মিনিটের মাথায় জাপানের গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেনি ভারতের তারকা ফরোয়ার্ড সেলিমা।
ম্যাচের প্রথম কোয়ার্টারে গোল হজম করার পরে ভারত তিনটি কোয়ার্টারে গোল শোধ করতে ব্যর্থ হয়।
ম্যাচের ৫০ মিনিটে জাপানের কিপার বাঁচালেও ডেঞ্জার প্লে-র জন্য পেনাল্টি কর্নার পায় ভারত। তবে আট নম্বর পেনাল্টি কর্নার থেকেও গোল করতে পারেনি ভারত। পেনাল্টি কর্নার থেকে গোল করার ব্যর্থতায় ভারতের মেয়েদের বিস্তর ভোগাল।