শেষ আপডেট: 2nd February 2025 14:34
দ্য ওয়াল ব্যুরো : সরস্বতী পুজোর দিন সকালেই সুখবর। মহিলাদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় করল ভারতীয় ক্রিকেট দল। ফাইনালে তারা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্যাচে টিম ইন্ডিয়া ৯ উইকেটে জয়লাভ করেছে।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২৪ সালে ভারতের পুরুষ ক্রিকেট দল (সিনিয়র) টি-২০ বিশ্বকাপের খেতাব জয় করেছিল। চলতি বছর সেই ইতিহাসেরই কার্যত পুনরাবৃত্তি ঘটল ভারতের অনূর্ধ-১৯ মহিলাদের হাত ধরে। এই জয়ের পর গোটা দেশে আপাতত শুভেচ্ছার বন্যা বইতে শুরু করেছে।
টস জিতে দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করতে নেমেছিল। কিন্তু, শুরু থেকেই তারা নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে শুরু করে। মাইক ভ্যান ভার্স্ট দলের দলে সর্বাধিক ২৩ রান করেন। সবথেকে বড় কথা, প্রোটিয়া ব্রিগেডের ৪ ব্যাটার রানের খাতাই খুলতে পারেননি। অবশেষে মাত্র ৮২ রানে অলআউট হয়ে যায় গোটা দল।