শেষ আপডেট: 14th October 2023 14:50
দ্য ওয়াল ব্যুরো: ইজরায়েল-হামাস সংঘর্ষের প্রভাব পড়ল এবার খেলার দুনিয়ায়। দাবা ক্যাডেট বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে নাম তুলে নিল ভারত। মিশরে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে খেলবেন না, ভারতের কোনও প্রতিযোগী।
কেন এমন সিদ্ধান্ত নিল ভারত?
গত শনিবার আচমকাই ইজরায়েলে হামলা চালায় হামাস গোষ্ঠী। পাল্টা আক্রমণের পথে হেঁটেছে ইজরায়েলও। লাখ লাখ ইজরায়েল সেনা তছনছ করে দিচ্ছে গাজা। শহর ছেড়ে পালাতে ব্যস্ত সেখানকার মানুষ। জল, বিদ্যুৎ, খাবার নেই। গোটা শহরকে ধ্বংসস্তূপে পরিণত করার হুঁশিয়ারি দিয়েছে ইজরায়েল। পিছু হটতে নারাজ হামাস গোষ্ঠীও।
ইজরায়েল-হামাস যুদ্ধের রেশ পড়েছে মিশরেও। সেই দেশের ‘শার্ম এল শেখ’-এ শনিবার থেকে শুরু হচ্ছে দাবার বিশ্ব চ্যাম্পিয়নশিপ। ‘শার্ম এল শেখ’, ইজরায়েল সীমান্ত থেকে মাত্র ৪০০ কিলোমিটার দূরে। তাই এমন অবস্থায় দেশের দাবাড়ু ও আধিকারিকদের বিপদের মুখে ফেলতে নারাজ ভারত। সুরক্ষার কথা মাথায় রেখেই বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে নাম প্রত্যাহারের সিদ্ধান্ত তাদের।
উল্লেখ্য, এই টুর্নামেন্টে ভারতের ৩৯ জন দাবাড়ুর অংশ নেওয়ার কথা। অনূর্ধ্ব-৮, ১০ ও ১২ বিভাগে নাম দিয়েছিলেন ভারতের দাবাড়ুরা। খেলোয়াড়, কোচ, সাপোর্টিং স্টাফ মিলিয়েভারতীয় দলে ছিলেন ৮০ জন।