শেষ আপডেট: 25th January 2025 20:31
দ্য ওয়াল ব্যুরো : ভারতের বিরুদ্ধে এই টি-২০ সিরিজ খেলতে আসার আগে বাজবল থিওরি নিয়ে অনেক বড় বড় কথা বলেছিলেন ইংরেজ ক্রিকেটাররা। তবে মুখের কথা নয়, আসল কথা বলে পারফরম্যান্সই। আর ভারতীয় স্পিনারদের সামনে যেভাবে তুর্কি নাচন শুরু করেছেন ব্রিটিশ ব্যাটাররা, তাতে বেন্ডন ম্যাককুলাম আপাতত 'ছেড়ে দে মা কেঁদে বাঁচি' বলতে বাকি রেখেছেন। শনিবার (২৫ জানুয়ারি) ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচ খেলতে নেমেছে ভারত এবং ইংল্যান্ড। ভারতের স্পিন জুজুতেই আপাতত অস্তমিত ব্রিটিশ সূর্য।
প্রসঙ্গত, এই ম্যাচে টস জেতে ভারতীয় ক্রিকেট দল। টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। গত ম্যাচে ইংল্যান্ডের ব্যাটাররা যেভাবে মুখ থুবড়ে পড়েছিলেন, তাতে আশা করা হয়েছিল যে ভুল থেকে কিছুটা হলেও শিক্ষা গ্রহণ করতে পারবেন। কিন্তু, তেমন দৃশ্য চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে দেখতে পাওয়া গেল না। বরং ভারতীয় বোলাররা এই উইকেটে রাজত্ব করলেন। নির্ধারিত ২০ ওভারে ইংল্যান্ড ৯ উইকেটে ১৬৫ রান করেছেন।
এই ম্যাচেও ইংল্যান্ডের হয়ে কার্যত একা কুম্ভ হয়ে লড়াই চালিয়ে গেলেন জস বাটলার। তিনি দলের হয়ে সর্বাধিক ৪৫ রান করেন। এছাড়া ব্রাইডন কার্স করেন ৩১ রান। ম্যাচ শুরুর আগে অনেকেই আশা করেছিলেন, যে দলই এই উইকেটে ব্যাট করতে নামুক না কেন, অন্তত ১৮০-১৯০ রান কমপক্ষে তুলতে পারবে। কিন্তু, সেটাও ইংরেজ ব্যাটাররা করতে পারলেন না। এই ম্যাচে আরও একবার ভারতীয় স্পিনারদের দাপট দেখতে পাওয়া গেল। দুটো করে উইকেট শিকার করেছেন বরুণ চক্রবর্তী এবং অক্ষর প্যাটেল। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন আর্শদীপ সিং, ওয়াশিংটন সুন্দর, হার্দিক পান্ডিয়া এবং অভিষেক শর্মা।
এবার টিম ইন্ডিয়ার ব্য়াট করার পালা। নামবেন সঞ্জু স্য়ামসন এবং অভিষেক শর্মা। গত ম্যাচে অভিষেক একাই কার্যত টিম ইন্ডিয়াকে জিতিয়ে দেন। এই ম্যাচেও কি তেমনই পারফরম্যান্সের রিপিট টেলিকাস্ট দেখতে পাওয়া যাবে? সেটা অবশ্য সময়ই বলবে।