Latest News

‘সোনার ছেলে’কে সম্মান, নীরজের গ্রামে সোনায় মোড়া লেটার বক্স বসাল ভারতীর ডাকবিভাগ

দ্য ওয়াল ব্যুরো: অলিম্পিকের ময়দানে বর্শার ফলকে সোনা গেঁথেছিলেন নীরজ চোপড়া। এক নিমেষে জিতে নিয়েছিলেন লক্ষ লক্ষ দেশবাসীর হৃদয়। জ্যাভলিন থ্রোয়ের ইতিহাসে নীরজ চোপড়ার নাম চিরদিন সোনার অক্ষরে লেখা থাকবে। ভারত মায়ের সেই ‘সোনার ছেলে’কে এবার সম্মান জানাল ভারতীয় ডাকবিভাগ। নীরজের গ্রামে বসানো হল সোনার লেটার বক্স।

পানিপথের খান্দ্রা গ্রামের নাম আগে কেউ বর একটা জানত না। কিন্তু গতবছর অলিম্পিকের দুয়ারে নীরজের সাফল্যের পর এখন সকলেই এক বাক্যে চেনে সেই অখ্যাত গ্রামকে। সেই গ্রামেই নীরজের সোনা জয়ের স্মৃতিতে একটি সোনার লেটার বক্স বসানো হয়েছে ভারতীয় ডাকবিভাগের তরফে। তাতে খোদাই করে লেখা আছে “টোকিও অলিম্পিক ২০২০তে জ্যাভলিন থ্রো-তে সোনাজয়ী নীরজ চোপড়ার সম্মানে”।

টোকিও অলিম্পিকে ৮৭.৫৮ মিটার জ্যাভলিন ছুড়ে রেকর্ড গড়েছিলেন নীরজ। প্রতিপক্ষদের হারিয়ে তাঁর থ্রো হয়েছিল সেরার সেরা। তারপর দেশে ফিরে সেই সোনার ছেলেকে নিয়ে আবেগ-উচ্ছ্বাসের বন্যা বয়ে গিয়েছিল। কত বিজ্ঞাপনী সংস্থাম কত অ্যাওয়ার্ড শো-তে ডাকা হয়েছিল নীরজকে। সারা দেশের চোখের মণি হয়ে উঠেছিলেন এই নীরজ। তবে গতবছরের সাফল্যের সেই স্মৃতি পিছনে এখন আবার সামনের দিকে তাকিয়েছেন তিনি। সামনেই রয়েছে এশিয়ান গেমস, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, কমনওয়েলথ গেমস। তারই প্রস্তুতি চলছে। নীরজ এখন রয়েছেন ক্যালিফোর্ণিয়াতে।

You might also like