লম্বা বিরতির পর ফের আন্তর্জাতিক ফুটবলে নামছে ভারতীয় দল। প্রস্তুতি ম্যাচ থাইল্যান্ডের বিরুদ্ধে, এরপর এশিয়ান কাপ যোগ্যতা পর্বে মুখোমুখি হংকং। শুভাশিস বোস জানালেন, দেশের হয়ে খেলাটা সৌভাগ্যের।
শুভাশিস বোস
শেষ আপডেট: 20 May 2025 21:29
দ্য ওয়াল ব্যুরো: লম্বা বিরতির পর ফের আন্তর্জাতিক ফুটবলে নামছে ভারত (Indian Football Team)। আগামী ৪ জুন থাইল্যান্ডের (Thailand) বিরুদ্ধে রয়েছে প্রস্তুতি ম্যাচ। তারপরই ১০ জুন এশিয়ান কাপ যোগ্যতা অর্জন পর্বে (Asian cup qualifiying round) প্রতিপক্ষ হংকং (Hong kong)।
ইতিমধ্যেই কোচ মানোলো মার্কুয়েজের (Manalo Marquez) অধীনে কলকাতায় (Kolkata) শুরু হয়েছে প্রস্তুতি শিবির (Training Camp)। যদিও মেন ইন ব্লুজের হেডস্যার মার্কুয়েজের স্থায়িত্ব নিয়ে সংশয় রয়েছে। তিনি নাকি বলেছেন থাইল্যান্ড ম্যাচের পরই নিজের দেশ স্পেনে ফিরে যাবেন।
এই পরিস্থিতিতে সুনীল, শুভাশিসরা এখন কলকাতায় অনুশীলন করছেন। মঙ্গলবার রাজারহাট সেন্টার ফর এক্সেলেন্সে অনুশীলনের পর শুভাশিস বোস (Shubhasish Bose) জানালেন, দুটো ম্যাচেই কঠিন লড়াই অপেক্ষা করছে। তবে ভাল খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী তাঁরা।
আসলে হংকংয়ের বিরুদ্ধে না জিতলে ভারতের কাজটা কঠিন হয়ে পড়বে। সেখানে ডিফেন্সে বাড়তি দায়িত্ব থাকবে বঙ্গ ফুটবলারের উপর। শুভাশিস যদিও চাপ নিচ্ছেন না। তিনি বললেন, ‘আমার কাছে সব আন্তর্জাতিক ম্যাচ গুরুত্বপূর্ণ। দেশের হয়ে খেলা সৌভাগ্যের। নিজের সেরাটা দিতে মাঠে নামব।’
সেখানে কি আত্মবিশ্বাস জোগাবে ক্লাবের হয়ে দুরন্ত ফর্ম? শুভাশিস সেসব মাথায় রাখতে চাইছেন না। তাঁর বক্তব্য, ‘আমার ক্লাবের (মোহনবাগান) মরশুম ভাল গিয়েছে। তার জন্য নিজের মধ্যে আত্মবিশ্বাস বেড়েছে। দেশের হয়ে ভাল খেলতে উৎসাহ জোগাবে। সবই ঠিক আছে। কিন্তু যেটা অতীত, সেটা অতীত। এখন যেটা বর্তমান সেটা হল, দেশের হয়ে দুটো ম্যাচ। সেখানে নিজের সেরাটা দিতে চাই।’
পাশাপাশি গত ম্যাচগুলোতে ভারতীয় দলের ব্যর্থতা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার মনে হয়, সব ম্যাচ সমান যায় না। একসঙ্গে টিম হিসাবে খেললে ক্লিনশিট আর গোল দুটোই আসবে। আমাদের দলে প্রতিভাবান স্ট্রাইকার ও মিডফিল্ডার, সবই আছে। তারা আমাদের গোল এনে দেবে। তাছাড়া সুনীল ভাইও আছে। আমার বিশ্বাস পরের দুটো ম্যাচে গোল আসবে। ক্লিনশিটও বজায় রাখতে পারব।’
একইসঙ্গে সুনীলের অতীতের পরিসংখ্যান তুলে ধরে মোহনবাগানের অধিনায়ক বললেন, ‘২০১৮-১৯ মরসুমে সুনীল ভাই ১৪ গোল করেছিল। এবারও তাই করেছে। ও তো নিজের সেরা ফর্মে আছে। দেশের হয়ে যেভাবে সুনীল ভাই গোল করে এসেছিল, সেভাবেই গোল করবে বলেই বিশ্বাস।’
প্রস্তুতি শিবিরে সুনীল ছেত্রী যেমন আছেন, তেমন আছেন মোহনবাগানের তরুণ প্রতিভা সুহেল ভাট। শুভাশিস আশাবাদী কাশ্মীরী প্রতিভাকে নিয়ে। তিনি বলেন, ‘সুহেলের মধ্যে প্রতিভা আছে বলেই এত দূর এগোতে পেরেছে। ওর মধ্যে ভাল করার খিদে আছে। সুপার কাপে সুযোগ পেয়েই নিজেকে প্রমাণ করেছে। গোলও করেছে। তবে যে কোনও প্লেয়ারকেই সময় দিতে হবে।’