
দ্য ওয়াল ব্যুরো: নর্থ ম্যাসিডোনিয়া হারায় ইতালিকে। ইউরোপের ছোট্ট দেশটি অঘটন ঘটাতে পারে। ভারত (India) (Indian Football) পারে না ১৩৫ কোটির দেশ হয়েও। তাদের ফুটবল ঘরানার অবনতি হয়েছে। তারা ক্রমে পিছনের দিকে হাঁটছে। সে যতই অন্য দেশ থেকে কোচ নিয়ে আসুক না কেন কোটি কোটি টাকা খরচ করে। ভারতীয় ফুটবল এক বিন্দুও এগোয়নি।
গত ম্যাচে বাহরিনের কাছে হেরেছিল ভারত। শনিবার রাতের ম্যাচে বেলারুশের (Belarus) কাছেও হার তিন গোলে। ফল ভারতের বিপক্ষে ০-৩। বেলারুশ অবশ্য বাহরিনের থেকেও পাঁচ ধাপ পিছনে থাকা দল। তাদের কাছে ভারতের হার আরও বড় ব্যবধানে।
KKR Vs CSK Match: মাহি-ম্যাজিকেও হার, শুরুতেই মসৃণ জয় শ্রেয়সের কলকাতার
ক্রোয়েশিয়া কোচ ইগর স্টিম্যাশের কোচিংয়ে ভারতীয় ফুটবলের কোনও উন্নতি চোখে পড়েনি। তিনি হারলেও বলেন দল ভাল খেলেছে, ড্র করলেও খুশি হন, আর জিতলে তো কথাই নেই।
বেলারুশের যে দলটি এদিন ভারতের বিরুদ্ধে নেমেছিল সেই দলের ৩ ফুটবলার কিছুদিন আগে নেমেছিল বেলজিয়ামের বিরুদ্ধে। অন্তত জনা পাঁচেক ফুটবলার খেলেছেন গ্যারেথ বেলের ওয়েলসের বিরুদ্ধে। তাই ফল কী হবে জানাই ছিল।
ম্যাচের প্রথমার্ধের ইনজুরি টাইমে প্রথম গোল পায় বেলারুশ। দ্বিতীয়ার্ধের ৬৮ মিনিটে দ্বিতীয় গোলটি দেয় তারা। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে তৃতীয় গোল করে ভারতের কফিনে শেষ পেরেক পোঁতেন বেলারুশের ভালেরি। গত ম্যাচের মতোই দলের ডিফেন্সই ডুবিয়েছে ভারতীয় দলকে।
এই ম্যাচেও ভারতের আসল নেতা সুনীল ছেত্রী খেলেননি। গোল করার লোক ছিল না। প্রথম একাদশে ছিলেন মনবীর, সন্দেশ, রোশন, অনিরুদ্ধ থাপারা। তাঁদের লড়াই কাজে দেয়নি শেষমেশ।