শেষ আপডেট: 9th March 2025 22:49
দ্য ওয়াল ব্যুরো: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডকে চার উইকেটে পরাস্ত করল ভারতীয় ক্রিকেট দল। ফাইনাল ম্যাচে জয়ের পাশাপাশি ভারত ১২ বছর পর আবারও চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব দেশে ফিরিয়ে আনল। টিম ইন্ডিয়ার এই জয়ের পর ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ দেশের তাবড় তাবড় রাজনৈতিক নেতারা শুভেচ্ছা জানাতে শুরু করেছেন।
সোশ্যাল মিডিয়া হ্যান্ডল এক্স-য়ে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, 'একটা অসাধারণ খেলা দেখলাম। অসাধারণ একটা ফলাফল। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দেশে ফিরিয়ে আনার জন্য আমি ভারতীয় ক্রিকেট দলের উপর গর্বিত। গোটা টুর্নামেন্টে ওরা যথেষ্ট ভাল পারফরম্যান্স করেছে। অসাধারণ পারফরম্যান্সের জন্য আমাদের ক্রিকেট দলকে অভিনন্দন।'
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ এক্স পোস্টে লিখেছেন, '২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের জন্য টিম ইন্ডিয়াকে হার্দিক অভিনন্দন। ভারতই একমাত্র দল যারা তিনবার চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জয় করল। ক্রিকেট খেলায় ইতিহাস রচনা করার জন্য টিম ইন্ডিয়ার প্রত্যেক খেলোয়াড়, ম্যানেজমেন্ট, সহযোগী স্টাফের প্রশংসা অবশ্য প্রাপ্য। আমি ভারতীয় ক্রিকেট দলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।'
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এক্স পোস্টে লিখেছেন, 'এটা এমন একটা জয় যা ইতিহাস রচনা করল। ICC Champions Trophy 2025 খেতাব জয়ের জন্য টিম ইন্ডিয়াকে আন্তরিক অভিনন্দন জানাই। মাঠে আপনাদের পারফরম্যান্স আমাদের গর্বিত করেছেন। ক্রিকেট শ্রেষ্ঠত্বের এক নয়া নজির কায়েম করেছে। আপনারা চিরকাল এমন দুর্দান্ত পারফরম্যান্স করুন। এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি।'