টিম ইন্ডিয়ার সাফল্যে প্রশংসা পেলেন নরেন্দ্র মোদী
শেষ আপডেট: 5th March 2025 15:12
দ্য ওয়াল ব্যুরো: চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান ক্রিকেট দলকে যে অপমান সহ্য করতে হচ্ছে, তা আগে অন্য কোনও দেশকে সহ্য করতে হয়নি। যে দেশ ২৯ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করছে, তারা মাত্র ৪ দিনের মধ্যে এই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। পাকিস্তানের এই লজ্জার ক্ষতস্থানে কার্যত নুন ছিটিয়ে দিয়েছে টিম ইন্ডিয়া। রোহিত শর্মার দল ইতিমধ্য়ে এই টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গিয়েছে। আর এটা দেখে পাকিস্তান ক্রিকেট সমর্থকদের গায়ের জ্বালা আরও বেড়ে গিয়েছে।
ইতিমধ্যে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে পাকিস্তান ক্রিকেট দলের একজন সমর্থক দাবি করেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কারণেই টিম ইন্ডিয়া নাকি ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে একের পর এক ম্যাচে জয়লাভ করেছে। আর এখন তারা ফাইনাল ম্যাচ খেলার প্রস্তুতি শুরু করেছে। এই ভিডিওকে কেন্দ্র করে ইতিমধ্য়ে সোশ্যাল মিডিয়ায় বিস্তর জলঘোলা শুরু হয়ে গিয়েছে।
Pakistani fan's reaction is must watch ????
— Ankur Singh (@iAnkurSingh) March 5, 2025
Do listen what he has to say about India and Modi pic.twitter.com/f04vftxLHL
পাকিস্তান ক্রিকেট দলের ওই সমর্থক দাবি করেছেন, 'চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতের জন্যই আয়োজন করা হয়েছে। কারণ যাঁরা কঠোর পরিশ্রম করে এবং মনের দিক থেকে স্বচ্ছ্ব হয়, তারাই জয়লাভ করে। যে দলের নেতা ঠিকঠাক হয়, সেই দলই একমাত্র উন্নতি করতে পারে।'
এরপর তিনি বলেন, 'এটা ক্রিকেটের জয় একেবারেই নয়। এটা আসলে নরেন্দ্র মোদীর জয়। তাঁর জন্যই ১৫০ কোটি মানুষ এই ক্রিকেটের সুতোয় বাঁধা পড়েছেন। গোটা পৃথিবী এখন নরেন্দ্র মোদীকে ভালবাসে। গোটা বিশ্ব তাঁর সঙ্গে বাণিজ্য করতে চায়। ক্রিকেট খেলতে চায়। ওঁর দেশে যেতে চায়।'
সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'পাকিস্তানের দিকে একবার তাকিয়ে দেখুন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তো পাকিস্তানের কোনও নামই নেই। কিন্তু, তা সত্ত্বেও ভারতের সাফল্যে আমরা উচ্ছ্বসিত। কমপক্ষে এই ট্রফি তো আমাদের প্রতিবেশী রাষ্ট্রের কাছে থাকবে! এশিয়ার মধ্যেই থাকবে। সাদা চামড়ার যে সমর্থকরা দাবি করেন যে ক্রিকেট খেলার অধিকার একমাত্র তাঁদেরই রয়েছে, তাঁদের মুখে টিম ইন্ডিয়া চড় কষিয়েছে।'
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ইতিমধ্য়ে পা রেখেছে ভারতীয় ক্রিকেট দল। প্রথম সেমিফাইনাল ম্যাচে তারা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্যাচটি দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হয়ে। প্রথম সেমিতে টিম ইন্ডিয়া ৪ উইকেটে জয়লাভ করেছে। এই ম্যাচে মহম্মদ সামি তিনটে উইকেট শিকার করেন। অন্যদিকে বিরাট কোহলির ব্যাট থেকে ৮৪ রানের একটি বিধ্বংসী ইনিংস বেরিয়ে আসে।