শেষ আপডেট: 28th January 2025 22:37
দ্য ওয়াল ব্যুরো : আশা ছিল রাজকোটেই হয় চলতি টি-২০ সিরিজ নিজেদের পকেটে পুরে ফেলবে টিম ইন্ডিয়া। কিন্তু, ভারতীয় ক্রিকেট দলের অপেক্ষা আপাতত বাড়ল। মঙ্গলবার (২৮ জানুয়ারি) নিরঞ্জন শাহ স্টেডিয়ামে ইংল্য়ান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচ খেলতে নেমেছিল ভারত। কিন্তু, এই ম্য়াচ ইংল্যান্ড ২৬রানে জয়লাভ করে।
এই ম্য়াচে টস জিতে ভারত প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু, বেন ডাকেটের বিধ্বংসী হাফসেঞ্চুরিতে (২৮ বলে ৫১ রান) টিম ইন্ডিয়ার যাবতীয় প্ল্যান চৌপাট হয়ে যায়। একা ডাকেট নন, শেষবেলায় ফিফথ গিয়ারে ব্যাট করলেন লিয়াম লিভিংস্টোনও ২৪ বলে ৪৩ রান। শেষপর্যন্ত ইংল্যান্ড ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭১ রান করেছিল।
এই ম্যাচে ভারতীয় বোলারদের মধ্যে আলাদা করে নজর কাড়লেন বরুণ চক্রবর্তী। তিনি একাই ৫ উইকেট শিকার করেন। এছাড়া জোড়া উইকেট নেন হার্দিক পান্ডিয়া। একটি করে উইকেট পেয়েছেন রবি বিষ্ণোই এবং অক্ষর প্যাটেল।
এরপর আসে ভারতের ব্যাট করার পালা। কিন্তু, গত ২ ম্যাচে অভিষেক শর্মা এবং তিলক বর্মা টিম ইন্ডিয়ার মুখরক্ষা করলেও এই ম্যাচে তারা দুজনেই ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের ব্যাটে তো রানের খরা অব্য়াহত। একা কিছুটা আশা দেখিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। ৩৫ বলে ৪০ রান করে তাঁকেও ফিরতে হয়। এরপর টিম ইন্ডিয়ার বাকি ব্যাটাররা আর সেইঅর্থে দাঁড়াতে পারেননি। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ভারত ৯ উইকেট হারিয়ে ১৪৫ রান করেছে।
ইংল্যান্ডের হয়ে সর্বাধিক ৩ উইকেট শিকার করেছেন জেমি ওভারটন। দুটো করে উইকেট নিয়েছেন জোফ্রা আর্চার এবং ব্রাইডন কার্স। এছাড়া একটি করে উইকেট তুলে নেন মার্ক উট এবং আদিল রশিদ। আগামী ৩১ জানুয়ারি পুনেতে এই সিরিজের চতুর্থ ম্য়াচ খেলতে নামবে টিম ইন্ডিয়া এবং ইংল্যান্ড। এই ম্য়াচটা দুটো দলের কাছেই যথেষ্ট গুরুত্বপূর্ণ। একদিকে ভারত জিততে পারলে সিরিজ পকেটে চলে আসবে। অন্যদিকে, ইংল্যান্ড জিততে পারলে সিরিজ ২-২ ব্যবধানে চলে আসবে। সেক্ষেত্রে ফাইনাল ম্য়াচে দুটো দলের কাছেই ফিফটি-ফিফটি চান্স থাকবে।